Assam demands separate time zone: অন্য সব রাজ্য থেকে দু' ঘণ্টা এগিয়ে যাবে অসম? জোরালো দাবি তুললেন হিমন্ত বিশ্বশর্মা
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
হিমন্ত বিশ্বশর্মা প্রথম নন, ২০১৪ সালে অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ এবং ২০১৭ সালে অরুণাচলের মুখ্যমন্ত্রী পেম খান্ডুও একই দাবি তুলেছিলেন (Assam Demands Separate Time Zone)৷
#দিল্লি: ঘড়ির হিসেবে ভারতের থেকে আধ ঘণ্টা এগিয়ে বাংলাদেশ (Bangladesh)৷ ঠিক একই ভাবে কি দেশের বাকি অংশের থেকে সময়ের হিসেবে এগিয়ে যাবে অসম (Assam Demands Separate Time Zone)? বহু পুরনো এই দাবিতেই ফের সরব হয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা৷ অসমের মুখ্যমন্ত্রীর দাবি, দেশের বাকি অংশের ঘডির তুলনায় অসমকে অন্তত দু' ঘণ্টা এগিয়ে রাখা হোক৷
গতকাল দিল্লিতে সীমান্ত বিবাদ মেটাতে অসম এবং মেঘালয়ের মধ্যে চুক্তি সই হয়েছে৷ সেই অনুষ্ঠানেই এই দাবি তুলেছেন হিমন্ত বিশ্বশর্মা (Himant Biswa Sarma)৷ যার মূল অর্থ, দেশের অন্যান্য রাজ্যের তুলনায় অসমে কাজের সময় শুরু হবে অনেক আগে৷
advertisement
advertisement
উত্তর পূর্বের রাজ্য হওয়ায় দেশের অন্যান্য অংশের তুলনায় অনেক আগে অসমে সূর্যোদয় এবং সূর্যাস্ত হয়৷ এই যুক্তি দেখিয়েই অসমের মুখ্যমন্ত্রীর দাবি, অসমে পৃথক টাইম জোন মেনে চললে কাজের ক্ষেত্রেই সুবিধে হবে৷
হিমন্ত বিশ্বশর্মা বলেন, 'আমাদের পৃথক টাইম জোন প্রয়োজন৷ যে সময় আমরা কাজ শুরু করি ততক্ষণে সূর্য মধ্য গগণে চলে যায়৷ ঘড়ির হিসেবে আমাদের অন্তত দু' ঘণ্টা এগিয়ে থাকা উচিত৷ একমাত্র তাহলে রাজ্যে বিদ্যুতের বিপুল সাশ্রয় যেমন সম্ভব, সেরকমই আমাদের শারীরিক দিক থেকেও তা উপকারী হবে৷ এখন যেভাবে চলছে, তাতে বাস্তবিক দিক দিয়ে আমাদের মাঝরাতেও কাজ করতে হয়৷ আলাদা টাইম জোন হলে শরীরের চাহিদা মেনেই আমরা কাজ করতে এবং ঘুমোতে পারব৷'
advertisement
হিমন্ত বিশ্বশর্মা প্রথম নন, ২০১৪ সালে অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ এবং ২০১৭ সালে অরুণাচলের মুখ্যমন্ত্রী পেম খান্ডুও একই দাবি তুলেছিলেন৷ তাঁদেরও যুক্তি ছিল, উত্তর পূর্বের রাজ্যগুলিতে সূর্যোদয় হয় তাড়াতাড়ি৷ সেই তুলনায় অফিস কাছারি শুরু হয় অনেক দেরিতে৷ যে কারণে রাজ্যগুলির উৎপাদনশীলতাতেও প্রভাব পড়ে৷
advertisement
গগৈ দাবি করেছিলেন, দিনের আলোকে আরও বেশি করে কাজে লাগাতেই অসমের জন্য পৃথক টাইম জোন প্রয়োজন৷ ব্রিটিশ শাসনকালের উদাহরণ দিয়ে তিনি বলেন, এই কারণেই গোটা দেশকে তিনটি টাইম জোন- বম্বে, কলকাতা এবং বাগান টাইম জোনে ভাগ করেছিল ব্রিটিশরা৷
ব্রিটিশ শাসনকালে অসমের চা বাগানগুলিতে এই কারণেই দেশের অন্যান্য অংশের তুলনায় অনেক আগে কাজ শুরু করা হত৷ যাকে বলা হত বাগান টাইম৷ সূর্যোদয়ের সময়ের উপরে ভিত্তি করে যা ঠিক করা হত৷ বর্তমানে অসমে সরকারি অফিসগুলিতে সকালে সাড়ে ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কাজ হয়৷
advertisement
ভারতে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম বা আইএসটি মেনে চলা হয়৷ যা গ্রিনউইচ মিন টাইমের থেকে সাড়ে পাঁচ ঘণ্টা এগিয়ে৷ বিশেষজ্ঞদের দাবি, পশ্চিম এবং পূর্ব ভারতের মধ্যে সূর্যোদয়ের সময় প্রায় আড়াই ঘণ্টার ফারাক থাকে৷ তবে যে যুক্তি সামনে আসুক না কেন, অতীতে বার বার এই দাবি উঠলেও দেশের মধ্যে পৃথক টাইম জোন মেনে চলার অনুমতি দেওয়া হয়নি৷
advertisement
একটি হিেসব বলছে, স্বাধীনতা পরবর্তী সময়ে অভিন্ন টাইম জোনের কারণে উত্তর পূর্বের রাজ্যগুলি ২৫ বছরের সমান উৎপাদনশীলতা হারিয়েছে৷ একশো বছরে গোটা দেশের তুলনায় উৎপাদনশীলতার নিরিখে ৫৪ বছর পিছিয়ে পড়বে উত্তর পূর্ব ভারত৷
তবে ভারতে অভিন্ন টাইম জোন মানা হলেও ব্যতিক্রমী পথে হেঁটেছে বহু দেশ৷ ভারতের প্রতিবেশী এবং উত্তর পূর্বের লাগোয়া বাংলাদেশে নিজেদের ঘড়িকে দেড় ঘণ্টা এগিেয় নিয়েছে৷ রাশিয়া, কানাডা, আমেরিকাতেও একাধিক টাইম জোন রয়েছে৷ ফ্রান্সে ১২টি, আমেরিকায় ১১িট এবং অস্ট্রেলিয়ায় ৮টি টাইম জোন রয়েছে৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 31, 2022 9:55 AM IST