Bangladesh Women Arrest: বৈধ কাগজ, আধার না থাকা সত্ত্বেও ভারতে চাকরি! নতুন বছরে গ্রেফতার আরও ৩ বাংলাদেশি
- Published by:Sounak Chakraborty
- news18 bangla
Last Updated:
Bangladesh Women Arrest: অবৈধভাবে ভারতে প্রবেশ, নেই কোন বৈধ নথি, ভারতে গ্রেফতার আরও তিন বাংলাদেশি মহিলা, বিস্তারিত জানুন...
থানে: ভারত বাংলাদেশের সম্পর্ক তলানিতে ঠেকার পর দেশে বিশেষ উদ্যোগ নেওয়া শুরু হয়েছে৷ এটাই যে, অবৈধভাবে যে সব বাংলাদেশিরা ভারতে থেকে কাজ করে খাচ্ছেন, তাদের খুঁজে খুঁজে বের করে গ্রেফতার করা হচ্ছে৷ এবার মহারাষ্ট্র পুলিশের হাতে গ্রেফতার হলেন আরও কিছু বাংলাদেশি৷ তারা প্রত্যেকেই মহিলা৷
দিন দুয়েক আগে মুম্বই থেকে প্রায় ষোলোজন বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছিল৷ তাদের কারও কাছে কোনও বৈধ কাগজ ছিল না৷ বরং, জাল নথি দিয়ে আধার বানিয়ে খোশ মেজাজে দিনের পর দিন ভারতে কাটাচ্ছিলেন তারা৷ পুলিশ বিষয়টি নিয়ে নাড়াচাড়া শুরু করতেই একের পর এক ঘটনা প্রকাশ্যে আসতে শুরুকরে৷ একইভাবে মহারাষ্ট্রের থানে শহরে অবৈধভাবে অবস্থান করার অভিযোগে তিন বাংলাদেশি নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এক পুলিশ কর্তাই এই তথ্য জানিয়েছেন।
advertisement
advertisement
ওই পুলিশ কর্তা জানিয়েছেন, মঙ্গলবার থানে শহরের ভার্তক নগর এলাকায় একটি অভিযান চালিয়েছিল তারা৷ তখনই ওই তিন বাংলাদেশি মহিলাকে একটি ঘরের মধ্যে থেকে গ্রেফতার করা হয়৷
পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, বাংলাদেশের এই নারীরা মূলত হোটেলে ওয়েটারের কাজ করতেন৷ তবে ভারতে প্রবেশ ও থাকার জন্য যে সব গুরুত্বপূর্ণ এবং বৈধ কাগজপত্রের দরকার হয়, তার কিছুই তাদের কাছে ছিল না৷
advertisement
আরও পড়ুন: ভয়ঙ্কর! নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বাস! পঞ্চম শ্রেণির ছাত্রীর মৃত্যু, আহত ১৪, দেখুন ভিডিও
ভার্তক নগর থানার এক পুলিশ অফিসার জানিয়েছেন, গ্রেপ্তারকৃত তিন বাংলাদেশি নাগরিকের বয়স ২২ থেকে ৪৫ বছরের মধ্যে এবং তাদের বিরুদ্ধে পাসপোর্ট (ভারতে প্রবেশ) আইন ও বিদেশি নাগরিক আইন অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। আপাতত তদন্ত চলবে৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 02, 2025 2:43 PM IST