Accident: মর্মান্তিক দুর্ঘটনা! ঘন কুয়াশার জেরে বাস ও ট্রাকের মধ্যে ভয়ঙ্কর সংঘর্ষ গুরুতর আহত ১২ জন
- Published by:Sounak Chakraborty
- news18 bangla
Last Updated:
Accident: একজন কর্মকর্তা জানিয়েছেন, বাসটিতে ৩৬ জন ভক্ত ছিলেন, যারা মধ্যপ্রদেশের উজ্জয়িনে মহাকাল দর্শন করে ফিরছিলেন। কুয়াশার কারণে ঘটা দুর্ঘটনায় কম বেশি সব যাত্রীই আহত। বিস্তারিত জানুন...
নয়াদিল্লি: নতুন বছরে দ্বিতীয় দিনই ভয়ঙ্কর দুর্ঘটনা। দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতে বৃহস্পতিবার ঘন কুয়াশার কারণে স্লিপার কোচ বাস একটি ট্রাকের ধাক্কা মারে৷ এই ঘটনায় অন্তত ১৮ জন আহত হয়েছেন। পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, আহতদের মধ্যে ১২ জনের অবস্থা আশঙ্কাজনক।
একজন পুলিশ কর্তা জানিয়েছেন, বাসটিতে থাকা ৩৬ জনই ছিলেন ভক্ত৷ তারা প্রত্যেকেই মধ্যপ্রদেশের উজ্জয়িনে মহাকাল মন্দির দর্শন করে ফিরছিলেন। কিন্তু মর্মান্তিক দুর্ঘটনার জেরে আপাতত আর বাড়ি ফেলা হল না তাদের৷
আরও পড়ুন: ভয়ঙ্কর! নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বাস! পঞ্চম শ্রেণির ছাত্রীর মৃত্যু, আহত ১৪, দেখুন ভিডিও
advertisement
দিল্লিতে কুয়াশার ব্যাপারটা নতুন কিছু নয়৷ শীত এলেই কুয়াশা বেড়ে যাওয়ার কারণে রাস্তাঘাটের দৃশ্যমানতা কমে যায় অনেকটা৷ ইতিমধ্যেই আবহাওয়া দফতর একটি “হলুদ সতর্কতা” জারি করেছে এবং বাসিন্দাদের সম্ভাব্য বিপদ সম্পর্কে সতর্ক করেছে। বৃহস্পতিবার সকালে ঘন কুয়াশায় জাতীয় রাজধানী ঢেকে যায়, যার ফলে তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমে যায় এবং দৃশ্যমানতা হ্রাস পায়।
advertisement
শুধু রাস্তাঘাটই নয়, ঘন কুয়াশার জেরে ব্যাঘাত ঘটেছে উড়ানের সময়তেও৷ ফ্লাইটের সময়সূচিতে বিঘ্ন ঘটেছে, এবং যাত্রীদের বিমানবন্দরে রওনা হওয়ার আগে ফ্লাইটের অবস্থা পরীক্ষা করতে এবং ভ্রমণের জন্য অতিরিক্ত সময় বরাদ্দ করতে পরামর্শ দেওয়া হয়েছে।
advertisement
ঘন কুয়াশা এবং খারাপ দৃশ্যমানের কারণে দিল্লিতে গাড়ি দুর্ঘটনা এর আগেও ঘটেছে৷ গত বছর নভেম্বরেই ভয়ঙ্কর দুর্ঘটনা হয়েছিল৷ আগ্রা-লখনউ এক্সপ্রেসওয়েতে কুয়াশার কারণে একটি বিকল ট্রাকের পিছনে একাধিক গাড়ি ধাক্কা মারে৷ অনেকে আহত হয়েছিলেন। সেই ঘটনার রেশ যেতে না যেতেই নতুন বছরে ফের সংঘর্ষ৷ এখনও পর্যন্ত এই দুর্ঘটনায় কেউ নিহত না হলেও আশঙ্কা যাচ্ছে না৷ কারণ, যে ১২ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন, তাদের অবস্থা খুব ভাল নয় বলেই জানানো হয়েছে পুলিশের তরফ থেকে৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 02, 2025 1:37 PM IST