Road Accident: ভয়ঙ্কর! নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বাস! পঞ্চম শ্রেণির ছাত্রীর মৃত্যু, আহত ১৪, দেখুন ভিডিও

Last Updated:

Road Accident: কেরালার কান্নুরে ছাত্রছাত্রীদের বাড়ি ফেরানোর সময় স্কুল বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এই মর্মান্তিক দুর্ঘটনার দৃশ্য সিসিটিভিতে ধরা পড়েছে। দেখুন ভিডিও...

ভয়ঙ্কর! কেরালায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বাস! পঞ্চম শ্রেণির ছাত্রীর মৃত্যু, দেখুন ভিডিও
ভয়ঙ্কর! কেরালায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বাস! পঞ্চম শ্রেণির ছাত্রীর মৃত্যু, দেখুন ভিডিও
কান্নুর: ভয়ঙ্কর বাস দুর্ঘটনা ঘটল কেরালায়। বুধবার বিকেল ৪টা নাগাদ কেরালার কান্নুর জেলার ভালাক্কাই ব্রিজের কাছে এই দুর্ঘটনা ঘটে। চিন্ময়া বিদ্যালয়ের ওই স্কুল বাসটি ১৫ জন ছাত্রছাত্রীকে নিয়ে যাচ্ছিল। ঢালু রাস্তায় ব্রেক ফেল করায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় বলে জানা গিয়েছে।
এখনও পর্যন্ত যা খবর, তাতে ঘটনায় এক ছাত্রীর মৃত্যু হয়েছে৷ নিহত ছাত্রীর নাম নেত্যা এস রাজেশ। দুর্ঘটনার সময় বাস থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হন তিনি। স্থানীয় সূত্রে জানা গেছে, ১১ বছর বয়সী এই ছাত্রীর দেহ পারিয়ারাম সরকারি মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।
advertisement
advertisement
এই দুর্ঘটনায় আরও ১৪ জন ছাত্রছাত্রী আহত হয়েছে। স্থানীয়রা আহতদের তালিপারাম্বা তালুক হাসপাতালে নিয়ে যান। বিষয়টি নিয়ে স্কুল কর্তৃপক্ষের কী প্রতিক্রিয়া দেয় সেদিকে তাকিয়ে ছিল সবাই৷ কিন্তু দুর্ঘটনার বিষয়ে স্কুল কর্তৃপক্ষ এখনও কোনও বিবৃতি দেয়নি।
advertisement
পুলিশ জানিয়েছে, বাস চালকের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সনহিতার ২৮১ ধারা (সড়কে বেপরোয়া গাড়ি চালানো), ১২৫(এ) ধারা (মানবজীবন বা ব্যক্তিগত নিরাপত্তা বিপন্ন করার অবহেলা বা বেপরোয়াভাবে কাজ করা), এবং ১০৬(১) ধারা (অবহেলার কারণে মৃত্যু)-এর অধীনে মামলা দায়ের করা হয়েছে।
advertisement
তবে ফাঁকা রাস্তায় এমন দুর্ঘটনা ঘটল কী করে৷ এই বিষয়ে মুখ খুলেছেন স্থানীয় বাসিন্দারা৷ তাদের অভিযোগের আঙুল রাস্তার “অবৈজ্ঞানিক নকশা” দিকে৷ তাদের মতে, এমন ভয়াবহ দুর্ঘটনার অন্যতম কারণ সেটাই। পুলিশ ইতিমধ্যেই গোটা বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে৷
বাংলা খবর/ খবর/দেশ/
Road Accident: ভয়ঙ্কর! নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বাস! পঞ্চম শ্রেণির ছাত্রীর মৃত্যু, আহত ১৪, দেখুন ভিডিও
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement