Bangladesh Fishermen Repatriation: সীমানা ছাড়িয়ে মানবিকতা! ১১৫ বাংলাদেশি মৎস্যজীবীকে ফেরাল ভারত, ‘অবিস্মরণীয় আতিথেয়তা’র গল্প শোনালেন ওপার বাংলার জেলেরা

Last Updated:

Bangladesh Fishermen Repatriation: ভুল করে জলসীমা পার করে জেল মিললেও মিলেছে ভালবাসা! ১১৫ জন বাংলাদেশি মৎস্যজীবীকে সসম্মানে দেশে ফেরাল ভারত। ভারতের আতিথেয়তায় আপ্লুত বাংলাদেশি মৎস্যজীবীরা। পড়ুন ভারত-বাংলাদেশ মৈত্রীর এই অনন্য কাহিনী।

ফ্রেজারগঞ্জে উপস্থিত উচ্চপদস্থ আধিকারিকরা
ফ্রেজারগঞ্জে উপস্থিত উচ্চপদস্থ আধিকারিকরা
ফ্রেজারগঞ্জ, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: আন্তর্জাতিক জলসীমা অতিক্রম করার অভিযোগে আটক হওয়া ১১৫ জন বাংলাদেশি মৎস্যজীবীকে দীর্ঘ তিন মাস পর মুক্তি দিল ভারত সরকার। পাঁচটি ট্রলার-সহ এই মৎস্যজীবীরা ইতিমধ্যেই বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিয়েছে। এই বিদায়বেলায় প্রশাসনিক উদারতা, আতিথেয়তায় মুগ্ধ ও আবেগপ্রবণ হয়ে পড়েন প্রতিবেশী দেশের মৎস্যজীবীরা।
প্রায় তিন মাস আগে গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে ভারতীয় জলসীমায় ঢুকে পড়েছিল পাঁচটি বাংলাদেশি ট্রলার। সেই সময় আন্তর্জাতিক জলসীমানা লঙ্ঘনের অভিযোগে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী তাঁদের আটক করে পুলিশের হাতে তুলে দেয়। এরপর থেকেই তারা জেল হেফাজতে ছিলেন। দীর্ঘ কূটনৈতিক আলোচনা এবং প্রশাসনিক আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর বুধবার স্বদেশের উদ্দেশ্যে রওনা দিল ১১৫ জন বাংলাদেশী মৎস্যজীবী।
advertisement
advertisement
এদিন সকালে ফ্রেজারগঞ্জ মৎস্য বন্দরে মৎস্যজীবীদের হাতে তাদের পাঁচটি ট্রলার ও প্রয়োজনীয় জীবনধারণের সরঞ্জাম বুঝিয়ে দেওয়া হয়। তবে কেবল মুক্তি নয়, ভারতীয় প্রশাসনের পক্ষ থেকে মৎস্যজীবীদের পাথেয় হিসেবে শীতের নতুন পোশাক এবং পর্যাপ্ত শুকনো খাবার ও জলের প্যাকেট তুলে দেওয়া হয়। ফেরার মুহূর্তে বাংলাদেশি মৎস্যজীবীরা জানান, গত তিন মাস তারা ভারতের কারাগারে থাকলেও তাদের প্রতি কোনও অমানবিক আচরণ করা হয়নি। বরং প্রশাসনের পক্ষ থেকে তাদের খাবার ও চিকিৎসার সুব্যবস্থা করা হয়েছিল।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এ বিষয়ে মুক্তি পাওয়া বাংলাদেশী মৎস্যজীবী আব্দুল রাজ্জাক, এমডি সেলিম, মহম্মদ শাহাবুদ্দিনরা বলেন, “এদেশে থাকাকালীন আমাদের পরিষেবার কোনও ত্রুটি রাখেনি সরকার। আজ নিজের দেশে ফিরে যাচ্ছি ঠিকই, কিন্তু এদেশের মানুষের ভালবাসা সঙ্গে নিয়ে যাচ্ছি।” এদিন ফ্রেজারগঞ্জ মৎস্য বন্দরে পুরো প্রক্রিয়াটি তদারকি করতে উপস্থিত ছিলেন কাকদ্বীপের মহকুমা শাসক প্রীতম সাহা, নামখানার বিডিও সুব্রত মল্লিক, সাগরের এসডিপিও সুমন কান্তি ঘোষ, ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার ওসি সুদীপ মণ্ডল এবং ইন্ডিয়ান কোস্ট গার্ডের উচ্চপদস্থ আধিকারিকরা। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ফ্রেজারগঞ্জ থেকে রওনা হওয়া এই মৎস্যজীবীদের বুধবার বিকেলে ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক জলসীমানায় নিয়ে যাওয়া হবে। সেখানে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী আনুষ্ঠানিকভাবে তাঁদের বাংলাদেশ কোস্ট গার্ডের হাতে তুলে দেবে। এরপর চলতি মাসের শেষের দিকে ভারতীয় মৎস্যজীবীরা ওইদেশ থেকে দেশে ফিরতে পারেন।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Bangladesh Fishermen Repatriation: সীমানা ছাড়িয়ে মানবিকতা! ১১৫ বাংলাদেশি মৎস্যজীবীকে ফেরাল ভারত, ‘অবিস্মরণীয় আতিথেয়তা’র গল্প শোনালেন ওপার বাংলার জেলেরা