Babul Supriyo| Tripura: ত্রিপুরায় বাবুলের সামনে তাঁরই গান বাজাল বিজেপি, তারপর...

Last Updated:

Babul Supriyo| Tripura: আরও ভালো, নতুন গান বাঁধবেন বললেন বাবুল। জানুন বিস্তারিত। 

বাবুল সুপ্রিয়র সামনেই তাঁর তৃণমূল বিরোধী গান চালাল বিজেপি।
বাবুল সুপ্রিয়র সামনেই তাঁর তৃণমূল বিরোধী গান চালাল বিজেপি।
#আগরতলা: গায়ক দল ছেড়েছেন। ছেড়েছেন লোকসভার সদস্য পদ। সেই গায়ক এখন প্রাক্তন সাংসদ হয়ে  মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের অন্যতম সৈনিক। আসন্ন পুরসভা নির্বাচনে তাকে ত্রিপুরায় প্রচারে পাঠিয়েছে বর্তমান দল। সেখানে প্রচারে নেমেও গায়ককে শুনতে হল, তার পুরনো দলের হয়ে গাওয়া গান। কথা হচ্ছে বাবুল সুপ্রিয়কে নিয়ে। আর চর্চা হচ্ছে বিজেপিতে থাকাকালীন তার তৈরি করা ও গাওয়া গান, ''এই তৃণমূল আর না, আর না" গানটি নিয়ে।
শুক্রবার ত্রিপুরায় পৌছে গেছেন বাবুল সুপ্রিয়। সেখানে পৌছেই বাবুল জোর কদমে নেমে পড়েন তৃণমূলের হয়ে প্রচারে। শুক্র সন্ধ্যায় বাবুল সুপ্রিয় প্রচার সারছিলেন আগরতলার দূর্গা চৌমহনীতে। সভায় তাঁর সঙ্গে ছিলেন সাংসদ সুস্মিতা দেব, তৃণমূল নেত্রী সায়নী ঘোষ, নেতা সুবল ভৌমিক সহ অনেকেই। একটি পথসভার আয়োজন করা হয়েছিলে সেখানে। এরই মধ্যে সায়নী ঘোষ যখন বক্তৃতা রাখতে শুরু করেন, তখনই একটা টেম্পো গাড়িতে একাধিক মাইক লাগানো অবস্থায় বিজেপির প্রচার গাড়ি যাচ্ছিল। সেখানেই বাজানো হচ্ছিল, বাবুল সুপ্রিয়র গাওয়া গান, "এই তৃণমূল আর না, আর না" গানটি।
advertisement
advertisement
তখনই সায়নী ঘোষকে বলতে শোনা যায়, আরে এই গাড়ি এখানে কেন? যাই হোক বাজাও বাজাও। মানুষ আমাদের সাথেই আছে। তার পরেই বাবুলের দিকে তাকান সায়নী।  চেয়ারে বসে থাকা বাবুল উঠে দাঁড়িয়ে সায়নীর হাত থেকে মাইক নিয়ে বলেন, "সায়নী দারুণ জোশের সাথে কথা বলে। আপনারা সবাই আমার মতো ওঁর কথা শুনবেন৷ তবে আমার ভালো লাগছে আমরা গ্রাস রুট থেকে শুরু করেছি। পাড়ার মোড়ে দাঁড়িয়ে মানুষের সাথে কথা বলতে পারছি। ভেবে দেখুন কতটা অহঙ্কার থাকলে বা যারা বড় নেতা তারা দলের কর্মীদের সাথে দুর্ব্যবহার করলে এরকমটা হয় আপনারা ভাবুন। যে ছেলেটা এই গানটা তৈরি করেছিল, সেই দলটা ছেড়ে বেরিয়ে এসেছে। দিদির সাথে তৃণমূল কংগ্রেসে চলে এসেছে৷ জানি না বেশি এক্সারসাইজ করলে কি হয়? মাথায় মাসল গজায়। আমার গান আমার সামনেই বাজাচ্ছে। আরে ভাই ম্যায়নে জো কমিটমেন্ট কর দিয়া, উসকে বাদ ম্যায়নে খুদ কো ভি নেহি শুনতা হু। আমি এই গানটাও শুনছি না। আমি তৃণমূলের হয়ে আরও ভালো গান বানাব। বাজতে দাও আমার গান। এটা আসলে acknowledgment দলকে, লোকসভার আসন ছেড়ে দিয়ে আমি মমতা-অভিষেকের সাথে কাজ করছি। ভাই তোরা আরও ছয় বার এই গানটা বাজা।"
advertisement
বাবুলের এই প্রতিক্রিয়ায় অবশ্য উপস্থিত তৃণমূল কংগ্রেস কর্মীরা উচ্ছ্বাস প্রকাশ করেন। বাবুল অবশ্য ত্রিপুরা পৌছে মনে করিয়ে দিয়েছেন, প্রায় ২৭ বছর ধরে তার সাথে ত্রিপুরার সম্পর্ক আছে৷ ১৯৯৪ সাল থেকে তিনি আসছেন ত্রিপুরাতে। বর্তমানে অবশ্য তৃণমূলের হয়ে প্রচার সারতে এসে মানুষের ঘরে ঘরে পৌছে বিজেপি বিরোধিতায় সরব হয়েছেন।
বাংলা খবর/ খবর/দেশ/
Babul Supriyo| Tripura: ত্রিপুরায় বাবুলের সামনে তাঁরই গান বাজাল বিজেপি, তারপর...
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement