US President Kamala Harris: রুটিন চেক-আপে জো বাইডেন, মার্কিন মুলুকের 'দায়িত্বে' ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিস!
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
ভারতীয় বংশোদ্ভূত সেই কমলা হ্যারিসের (US President Kamala Harris) হাতেই সাময়িক ভাবে মার্কিন মুলুকের দায়িত্ব তুলে দিতে চলেছেন প্রেসিডেন্ট জো বাইডেন (Joe Biden)।
#ওয়াশিংটন: দেশের ইতিহাসে তিনিই প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট। প্রথম কৃষ্ণাঙ্গ ভাইস প্রেসিডেন্টও। ভারতীয় বংশোদ্ভূত সেই কমলা হ্যারিসের (US President Kamala Harris) হাতেই সাময়িক ভাবে মার্কিন মুলুকের দায়িত্ব তুলে দিতে চলেছেন প্রেসিডেন্ট জো বাইডেন (Joe Biden)। অর্থাৎ, কিছু সময়ের জন্য হলেও মার্কিন প্রেসিডেন্টের ক্ষমতা থাকবে কমলা হ্যারিসের হাতে (US President Kamala Harris)। হঠাৎ কেন এমন সিদ্ধান্ত? আসলে, কিছুই আচমকা নয়। পুরোটাই পরিকল্পনামাফিক ভাবে ঘটতে চলেছে। (US President Kamala Harris)
শনিবারই ৭৯ বছরে পা দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট বাইডেন। তার আগে, শুক্রবার রুটিন চেক-আপ প্রেসিডেন্টের। কোলোনস্কপির জন্য তাঁকে সাময়িক ভাবে অজ্ঞান করবেন ডাক্তাররা। চিকিৎসার জন্য ইতিমধ্যেই কলম্বিয়ার ওয়াল্টার রিড মেডিক্যাল সেন্টারে পৌঁছে গিয়েছেন বাইডেন। চেক-আপের আগে নিয়ম মেনে ডেপুটি কমলার হাতে 'প্রেসিডেন্সিয়াল পাওয়ার' তুলে দেবেন জো বাইডেন। সেই সময় ওয়েস্ট উইংয়ে নিজের দফতর থেকেই দেশের দায়িত্ব সামলাবেন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট কমলা। বাইডেন ফেরার আগে পর্যন্ত কমলার হাতেই থাকবে বিশ্বের সবচেয়ে শক্তিধর দেশের দায়িত্বভার।
advertisement
US President Joe Biden will transfer power to Vice President Kamala Harris today for the period during which he will be under anesthesia for a routine colonoscopy he will undergo as part of his annual physical: Reuters (File photos) pic.twitter.com/o5f4tYD53F
— ANI (@ANI) November 19, 2021
advertisement
advertisement
মার্কিন মুলুকে ডেপুটির হাতে প্রেসিডেন্টের ক্ষমতা হস্তান্তর নতুন কিছু নয়। জর্জ ডব্লুউ বুশের আমলে, তৎকালীন ভাইস প্রেসিডেন্টের হাতে বেশ কয়েকবার দায়িত্ব তুলে দেওয়া হয়। মার্কিন সংবিধান অনুযায়ী, চিকিৎসা বা অন্য কোনও কারণে প্রেসিডেন্টকে অজ্ঞান করতে হলে, তাঁর ডেপুটিকেই ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব সামলাতে হয়। তবে এক্ষেত্রে ভারতীয় বংশোদ্ভূত কমলাই প্রথম মহিলা, যাঁর হাতে সাময়িক ভাবে হলেও দেশের দায়িত্বভার তুলে দেওয়া হচ্ছে।
advertisement
আরও পড়ুন: চুপিসারে বিয়েটা সেরে ফেললেন নোবেলজয়ী পাকিস্তানি কন্যা মালালা ইউসুফজাই
সম্প্রতি প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টের মধ্যে দূরত্ব বাড়া নিয়ে উত্তাল মার্কিন মুলুক। রাজনৈতিক মহলের মতে, বাইডেন ও কমলার মধ্যে গত এক বছরে দূরত্ব যেমন বেড়েছে, তেমনই প্রকাশ্যে এসেছে দ্বন্দ্ব। তবে সাংবিধানিক বাধ্যবাধকতায় নিজের ডেপুটির হাতেই ক্ষমতা তুলে দিচ্ছেন জো বাইডেন। যার ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের অস্থায়ী প্রেসিডেন্টের দায়িত্বে ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিস।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 19, 2021 10:37 PM IST