Malala Yousafzai Wedding: চুপিসারে বিয়েটা সেরে ফেললেন নোবেলজয়ী পাকিস্তানি কন্যা মালালা ইউসুফজাই

Last Updated:

Malala Yousafzai gets Married: ট্যুইটারে নিজের বিয়ের কথা জানান মালালা ৷ বেশ কয়েকটি ছবিও শেয়ার করেন তিনি ৷

Photo: Twitter
Photo: Twitter
বার্মিংহ্যাম: বিয়েটা সেরেই ফেললেন নোবেলজয়ী মালালা ইউসুফজাই (Malala Yousafzai gets Married) ৷ নিজের দেশে বিয়ে করা সম্ভব নয় ৷ তাই বার্মিংহ্যামে পাকিস্তান ক্রিকেট বোর্ডের কর্তা অসর মালিককে বিয়ে করলেন মালালা ৷ একটি ছোট্ট ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমেই বিয়ে সম্পন্ন হল ৷ ট্যুইটারে নিজের বিয়ের কথা জানান মালালা ৷ সেইসঙ্গে বেশ কয়েকটি ছবিও শেয়ার করেন তিনি ৷
advertisement
advertisement
ট্যুইটারে নিজের বিয়ের কথা ঘোষণা করে মালালা লেখেন,  ‘‘আজকের দিনটি আমার জীবনের একটি মূল্যবান দিন। অসর এবং আমি জীবনের পার্টনার হতে গাঁটছড়া বেঁধেছি। আমরা আমাদের পরিবারের সঙ্গে বার্মিংহামের বাড়িতে একটি ছোট নিকাহ অনুষ্ঠানের আয়োজন করেছি। আমাদের জন্য আপনারা প্রার্থনা করবেন। একসঙ্গে গোটা জীবন চলার জন্য যাত্রা শুরু করতে পেরে আমরা উচ্ছ্বসিত ৷ ’’
advertisement
এই নতুন বিবাহিত দম্পতিকে অনেক অভিনন্দন জানিয়েছেন দেশে-বিদেশের বিভিন্ন সেলিব্রিটিরা। প্রিয়াঙ্কা চোপড়া জোনাস তাঁর Instagram স্টোরিজে মালালাকে তাঁর জীবনের একটি নতুন অধ্যায় শুরু করার জন্য অভিনন্দন জানান।
কানাডিয়ান ব্লগার এবং টক শো হোস্ট লিলি সিংও (Lilly Singh) মালালাকে অভিনন্দন জানিয়েছেন। অন্য দিকে, হলিউড তারকা রিজ উইদারস্পুন (Reese Witherspoon) মালালার বিয়ের অনুষ্ঠানকে একটি 'আনন্দময় মুহূর্ত' বলে অভিনন্দন জানিয়েছেন।
advertisement
মজার ব্যাপার হল, চলতি বছরেরই জুলাই মাসে, মালালা ব্রিটিশ ভোগ ম্যাগাজিনকে (Vogue magazine) দেওয়া এক সাক্ষাৎকারে বিয়ে নিয়ে তাঁর মতামত ব্যক্ত করে বলেছিলেন, তিনি আজও বুঝতে পারেন না সমাজে বিয়ের প্রয়োজনীয়তা ঠিক কী? তিনি নিজেও নিশ্চিত নন বিয়ে করবেন কি না? মালালার কথায়, জীবনে চলার পথে যদি একজন সঙ্গীর প্রয়োজন হয় তবে বিয়ের মূল্য কোথায়? এ হেন মালালা শেষমেশ ঘাঁটছড়া বেঁধেই নিলেন তাঁর জীবনসঙ্গীর সঙ্গে!
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Malala Yousafzai Wedding: চুপিসারে বিয়েটা সেরে ফেললেন নোবেলজয়ী পাকিস্তানি কন্যা মালালা ইউসুফজাই
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement