Business Opportunity: মাত্র ২০ হাজার টাকা দিয়ে শুরু করুন এই ব্যবসা, প্রতি মাসে ৪ লক্ষ টাকা পর্যন্ত আয় সম্ভব !
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
How to start Lemon Grass Farming: লেমন গ্রাস থেকে পাওয়া যায় যে তেল, সেটির বাজারে চাহিদা অনেক বেশি ৷ এই তেল কসমেটিক্স, সাবান, তেল এবং ওষুধ প্রস্তুতকারী সংস্থাগুলি ব্যবহার করে থাকে ৷
কলকাতা: আপনি যদি কম টাকা দিয়ে নিজের নতুন ব্যবসা শুরু (Starting own business) করতে চান, তাহলে আপনার খুব বেশি চিন্তা করার প্রয়োজন নেই ৷ কারণ এমন এক ব্যবসার (Business Idea) কথা আজ এখানে তুলে ধরা হল, যা শুরু করার জন্য অনেক টাকার শুরুতেই বিনিয়োগের প্রয়োজন নেই ৷
লেমন গ্রাস চাষ (Lemon Grass Farming) ৷ এর মাধ্যমে ভালোমতোই মুনাফা অর্জন (Earn money) করা সম্ভব ৷ এই চাষ শুরু করার জন্য ১৫-২০ হাজার টাকা খরচ করার প্রয়োজন রয়েছে ৷ যার মাধ্যমে প্রতি মাসে লাখ লাখ টাকা আপনি উপার্জন (earning opportunity) করতে পারবেন ৷
advertisement
advertisement
বাজারে এর চাহিদা অনেক বেশি
লেমন গ্রাস থেকে পাওয়া যায় যে তেল, সেটির বাজারে চাহিদা অনেক বেশি ৷ এই তেল কসমেটিক্স, সাবান, তেল এবং ওষুধ প্রস্তুতকারী সংস্থাগুলি ব্যবহার করে থাকে ৷ এই কারণেই এর বাজারে চাহিদা অনেক বেশি ৷ এই চাষ প্রায় যে কোনও অঞ্চলেই করা যেতে পারে ৷ লেমন গ্রাস চাষ করে সারা বছরে লাখ লাখ টাকা মুনাফা হওয়া সম্ভব ৷
advertisement
কীভাবে শুরু করবেন এই চাষ ? (How do I start lemongrass farming?)
লেমন গ্রাসের চাষ শুরু করার সবচেয়ে ভালো সময় হল ফেব্রুয়ারি থেকে জুলাই মাস ৷ একবার এটি লাগানোর পর ৬-৭ বার এটিকে কাটা হয় ৷ বছরে ৩-৪ বার কাটার প্রয়োজন রয়েছে ৷ লেমন গ্রাস থেকে তেল বের করা হয় ৷ এক বছরে এক কাঠা জমিতে প্রায় ৩-৫ লিটার তেল বের করা সম্ভব ৷ ১০০০ থেকে ১৫০০ টাকায় এটি বিক্রি করা হয় ৷ লেমন গ্রাসের চারা লাগানোর ৩ থেকে ৫ মাস পর এটিকে কাটা শুরু হয় ৷ এক একর জমিতে ৫ টন পর্যন্ত লেমন গ্রাসের পাতা তুলে ফেলা হয় ৷ ১৫-২০ হাজার টাকা দিয়েই এই চাষ শুরু করতে পারেন ৷ কিন্তু যদি আপনার কাছে বেশি বাজেট থাকে, তাহলে মেশিনের খরচ বাবদ শুরুতে ২ থেকে ২.৫ লক্ষ টাকা খরচ করে মেশিনের সেট আপ তৈরি করতে পারেন ৷
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 10, 2021 7:00 AM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Business Opportunity: মাত্র ২০ হাজার টাকা দিয়ে শুরু করুন এই ব্যবসা, প্রতি মাসে ৪ লক্ষ টাকা পর্যন্ত আয় সম্ভব !