Ayodhya Ram Mandir Inauguration: নবরূপে সেজে উঠেছে অযোধ্যার রাম মন্দির, প্রাণপ্রতিষ্ঠার আগে গণেশ পুজোর মাধ্যমে শুরু ঔপচারিক অনুষ্ঠান
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Ayodhya Ram Mandir Inauguration: রাম মন্দিরের উদ্বোধনকে কেন্দ্র করে নতুন রূপে সেজে উঠেছে অযোধ্যা। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।
কলকাতা: সোমবার, ২২ জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন। দেশজুড়ে গত কয়েক মাস ধরেই এ নিয়ে চলছে উদ্দীপনা। ১৬ জানুয়ারি থেকে শুরু হয়ে গিয়েছে বিশেষ পুজোপাঠ-আচার বিধি। বৃহস্পতিবার গর্ভগৃহের আসনে উপবিষ্ট হয়েছেন রামলালার। গর্ভগৃহের আসনে উপবিষ্ট রামলালার প্রথম ছবিও প্রকাশ্যে এসেছে।
সূচি অনুযায়ী বৃহস্পতিবার হল ভূমি এবং বরুণ পুজো। ২২ জানুয়ারি নবনির্মিত রাম মন্দিরের উদ্বোধন এবং রামলালার প্রাণপ্রতিষ্ঠা হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতে। বুধবার গণেশ পুজোর মাধ্যমে শুরু হয়েছে ঔপচারিক অনুষ্ঠানের কাজ। শুক্রবার সকালে অযোধ্যার নতুন রাম মন্দিরে ফের গণেশ পুজো হয়।
advertisement
advertisement
আরও পড়ুন: রাম মন্দির উদ্বোধনের দিন কি পশ্চিমবঙ্গেও সরকারি ছুটি? চিঠি পৌঁছল মমতার কাছে! মিলবে সাড়া?
রাম মন্দিরের উদ্বোধনকে কেন্দ্র করে নতুন রূপে সেজে উঠেছে অযোধ্যা। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। রাম মন্দিরের উদ্বোধনের আগে নিরপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছে গোটা চত্বর। দেশ এবং বিদেশের ভিভিআইপিদের জন্য ইতিমধ্যেই প্রয়োজনীয় নিরাপত্তা সুনিশ্চিত করেছে উত্তর প্রদেশের পুলিশ।
advertisement
মোতায়েন করা হয়েছে প্রধানমন্ত্রীর বিশেষ নিরাপত্তা বাহিনীও। প্রশাসনের তরফে স্পষ্ট নির্দেশ, রাম মন্দির ট্রাস্টের তরফে নিমন্ত্রণ না পাওয়া কোনও ব্যক্তিই উদ্বোধনের দিন অযোধ্যায় থাকতে পারবেন না। যাঁদের বৈধ আমন্ত্রণপত্র নেই, তাঁদের হোটেল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।
Location :
Kolkata,West Bengal
First Published :
January 19, 2024 12:10 PM IST