Ayodhya Ram Mandir Inauguration: রাম মন্দির উদ্বোধনের দিন কি পশ্চিমবঙ্গেও সরকারি ছুটি? চিঠি পৌঁছল মমতার কাছে! মিলবে সাড়া?
- Published by:Raima Chakraborty
- news18 bangla
- Written by:VENKATESHWAR LAHIRI
Last Updated:
Ayodhya Ram Mandir Inauguration: চিঠির একদম শেষে মুখ্যমন্ত্রীর উদ্দেশে সুকান্ত লিখেছেন 'আপনার সদুত্তরের আশাপ্রার্থী।'
কলকাতা: দীর্ঘ প্রতীক্ষার পর আগামী সপ্তাহে অযোধ্যায় উদ্বোধন হতে চলেছে রাম মন্দির। আগামী সপ্তাহে ২২ জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের অভিষেক অনুষ্ঠান স্থির করা হয়েছে। এই উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যরাজ-সহ গোটা দেশের বহু বিশিষ্ট ব্যক্তি প্রাণপ্রতিষ্ঠা অনুষ্ঠানে অংশ নিতে চলেছেন।
কেন্দ্রীয় সরকার রাম মন্দিরের উদ্বোধন উপলক্ষে হাফ ডে ছুটি ঘোষণা করেছে সরকারি কর্মীদের জন্য। এবার এ রাজ্যেও সোমবার ২২ জানুয়ারি ছুটি ঘোষণা করার দাবি তুললেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে ছুটি ঘোষণার দাবি জানিয়েছেন সুকান্ত। চিঠিতে অযোধ্যায় রামচন্দ্রের ‘পবিত্র জন্মভূমি পুনরুদ্ধার’-এর কাহিনিও মুখ্যমন্ত্রীকে জানিয়েছেন বিজেপি সভাপতি। চিঠির একদম শেষে মুখ্যমন্ত্রীর উদ্দেশে সুকান্ত লিখেছেন ‘আপনার সদুত্তরের আশাপ্রার্থী।’
advertisement
advertisement

আরও পড়ুন: রাম মন্দিরের উদ্বোধন সোমবার, সরকারি অফিসের মতো ব্যাঙ্কেও কি ছুটি ২২ জানুয়ারি? বড় খবর
চিঠিতে সুকান্ত মজুমদার মমতার উদ্দেশে লেখেন, ‘চলতি বছরের জন্য আপনার বিশেষ অধিকারে একটি বাড়তি ছুটি উপহার দিন রাজ্যবাসীকে।’ এরই সঙ্গে তৃণমূল সরকারের আমলে অনেক নতুন তিথি, পরব কিংবা জন্মদিবস সরকারি ছুটির আওতায় এসেছে বলে উল্লেখও করে দিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি।
advertisement
কেন্দ্রীয় সরকারি অফিসে অর্ধদিবস ছুটি থাকবে বলে আগেই ঘোষণা করা হয়েছে। এবার রাম মন্দিরের উদ্বোধন এবং রামলালার প্রাণপ্রতিষ্ঠার জন্য আগামী ২২ জানুয়ারি দেশের ব্যাঙ্ক, বিমা অফিসে অর্ধদিবস ছুটি ঘোষণা করা হয়েছে। একাধিক বিজেপি শাসিত রাজ্যে স্কুলেও হাফ ডে ছুটি ঘোষণা করা হয়েছে।
advertisement
ভেঙ্কটেশ্বর লাহিড়ী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 19, 2024 10:56 AM IST