Ayodhya Ram Mandir Inauguration: রাম মন্দিরের উদ্বোধন সোমবার, সরকারি অফিসের মতো ব্যাঙ্কেও কি ছুটি ২২ জানুয়ারি? বড় খবর
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Ayodhya Ram Mandir Inauguration: কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের তরফে জানানো হয়েছে যে সোমবার সব রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক, রাষ্ট্রায়ত্ত বিমা সংস্থা, রাষ্ট্রায়ত্ত আর্থিক প্রতিষ্ঠান এবং গ্রামীণ ব্যাঙ্কে অর্ধদিবস ছুটি পালন করা হবে।
কলকাতা: দীর্ঘ প্রতীক্ষার পর আগামী সপ্তাহে অযোধ্যায় উদ্বোধন হতে চলেছে রাম মন্দির। আগামী সপ্তাহে ২২ জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের অভিষেক অনুষ্ঠান স্থির করা হয়েছে। এই উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যরাজ-সহ গোটা দেশের বহু বিশিষ্ট ব্যক্তি প্রাণপ্রতিষ্ঠা অনুষ্ঠানে অংশ নিতে চলেছেন।
কেন্দ্রীয় সরকারি অফিসে অর্ধদিবস ছুটি থাকবে বলে আগেই ঘোষণা করা হয়েছে। এবার রাম মন্দিরের উদ্বোধন এবং রামলালার প্রাণপ্রতিষ্ঠার জন্য আগামী ২২ জানুয়ারি দেশের ব্যাঙ্ক, বিমা অফিসে অর্ধদিবস ছুটি ঘোষণা করে দেওয়া হল। সেদিন কতক্ষণ ব্যাঙ্ক, বিমা অফিস খোলা থাকবে, তা দেখে নিন।
advertisement
advertisement
All Public Sector Banks/Public Sector Insurance Companies/Public Sector Financial Institutions and Regional Rural Banks to observe half-day closing till 2:30 pm on 22nd January on the occasion of pranpratishtha of Ayodhya Ram Temple. pic.twitter.com/84ybXm3Ase
— ANI (@ANI) January 18, 2024
আরও পড়ুন: কোচিং ক্লাসে বসেই হার্ট অ্যাটাক ছাত্রের, নিমেষে মৃত্যু! এই ভিডিও দেখলে শিউরে উঠবেন
কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের তরফে জানানো হয়েছে যে সোমবার সব রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক, রাষ্ট্রায়ত্ত বিমা সংস্থা, রাষ্ট্রায়ত্ত আর্থিক প্রতিষ্ঠান এবং গ্রামীণ ব্যাঙ্কে অর্ধদিবস ছুটি পালন করা হবে। অর্থাৎ দুপুর ২ টো ৩০ মিনিট পর্যন্ত ব্যাঙ্ক-সহ অন্যান্য রাষ্ট্রায়ত্ত আর্থিক বন্ধ থাকবে।
advertisement
আরও পড়ুন: স্বপ্নে সাপ দেখতে পাওয়া কীসের ইঙ্গিত জানেন? স্বপ্নশাস্ত্র অনুযায়ী এর অর্থ জানলে চমকে যাবেন!
বৃহস্পতিবার কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের একটি নির্দেশিকায় বলা হয়েছে, ‘কর্মীরা যাতে রাম লালার প্রাণপ্রতিষ্ঠা দিবস উদযাপন করতে পারেন, সেজন্য ২২ জানুয়ারি দেশের সব রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক, রাষ্ট্রায়ত্ত বিমা সংস্থা, রাষ্ট্রায়ত্ত আর্থিক প্রতিষ্ঠান এবং গ্রামীণ ব্যাঙ্কে অর্ধদিবস ছুটি থাকবে।’ যে নির্দেশিকা জারি করা হয়েছে কেন্দ্রীয় সরকারের কর্মিবর্গ ও প্রশিক্ষণ দফতরের সার্কুলারের পরে।
advertisement
কেন্দ্রের নির্দেশিকা অনুযায়ী, সোমবার কলকাতা-সহ পশ্চিমবঙ্গেও দুপুর ২ টো ৩০ মিনিট পর্যন্ত ব্যাঙ্ক বন্ধ থাকবে। তারপর নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তীর কারণে ২৩ জানুয়ারি ব্যাঙ্ক বন্ধ থাকবে কলকাতা-সহ পশ্চিমবঙ্গে। তারপর প্রজাতন্ত্র দিবসেও (২৬ জানুয়ারি) ব্যাঙ্ক বন্ধ থাকবে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 18, 2024 10:21 PM IST