Heart Attack Video: কোচিং ক্লাসে বসেই হার্ট অ্যাটাক ছাত্রের, নিমেষে মৃত্যু! এই ভিডিও দেখলে শিউরে উঠবেন
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Heart Attack Video: রাজার এমন পরিস্থিতিতে শোকস্তব্ধ ও আতঙ্কিত বাকি পড়ুয়ারা। চোখের সামনে বসে বসে মরে গেল বন্ধু। দেখুন
ইন্দোর: পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষার প্রস্তুতি নিতে ১৮ বছরের রাজা লোধি, শিক্ষার্থী ইন্দোরে একটি বেসরকারি কোচিং সেন্টারে ভর্তি হয়েছিলেন। প্রতিদিনের মতো বুধবারও সেই কোচিং ক্লাস চলছিল, মন দিয়ে পড়া শুনছিলেন রাজা। জানা যায় তিনি মধ্যপ্রদেশের সাগর জেলার বাসিন্দা। সেখানেই আচমকা হার্ট অ্যাটাকে নিমেষের মধ্যে মরেই গেলেন রাজা।
রাজার এমন পরিস্থিতিতে শোকস্তব্ধ ও আতঙ্কিত বাকি পড়ুয়ারা। চোখের সামনে বসে বসে মরে গেল বন্ধু। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ক্লাসের সেই ভিডিও। সেখানে পরিষ্কার দেখা যাচ্ছে রাজাকে লুটিয়ে পড়তে। যদিও এই ভিডিও-র সত্যতা নিউজ ১৮ বাংলা যাচাই করেনি। ক্লাসের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে গোটা ঘটনাটি।
MP | Heart Attack |
An 18-YO PSC aspirant from Indore died of cardiac arrest. He died in class.
He was healthy and good at studies, says teachers.
Like him, a young painter from Indore died of cardiac arrest while working last month.pic.twitter.com/DwsZHIJLom
— काश/if Kakvi (@KashifKakvi) January 18, 2024
advertisement
advertisement
আরও পড়ুন: প্রেসক্রিপশনে অ্যান্টিবায়োটিক দেওয়ার কারণ উল্লেখ করতে হবে চিকিৎসকদের, বিরাট নির্দেশ কেন্দ্রের
ভিডিওটিতে কী দেখা যায়? একটি ঘরের মধ্যে প্রায় একশো জন চাকরিপ্রার্থী বসে শিক্ষকের পড়ানো শুনছিলেন। সকলের নজর ছিল শিক্ষকের দিকে। সেই ভিড়ের মাঝে আচমকাই এক যুবক অসুস্থ বোধ করছিলেন। কালো টিশার্ট পরা ওই যুবক বেঞ্চে মাথা নীচু করে রাখেন কিছু ক্ষণ। পাশে বসা আর এক যুবককে দেখা যায় তাঁকে কিছু জিজ্ঞাসা করছেন।
advertisement
আরও পড়ুন: স্বপ্নে সাপ দেখতে পাওয়া কীসের ইঙ্গিত জানেন? স্বপ্নশাস্ত্র অনুযায়ী এর অর্থ জানলে চমকে যাবেন!
কালো টি শার্ট পরা ওই যুবক আবার মাথা তুলে বসার চেষ্টা করেন। কিন্তু তখনই আবার তিনি ঢলে পড়েন। সহপাঠীর শরীর খারাপ হয়েছে বুঝতে পেরে শিক্ষককে হাত নেড়ে বিষয়টি জানানোর চেষ্টা করেন কয়েক জন। কিন্তু আচমকাই চেয়ার থেকে মেঝেতে পড়ে যান যুবক। তার পর জ্ঞান হারান। ক্লাসের মধ্যে এই ঘটনায় হুলস্থুল পড়ে যায়। যুবককে উদ্ধার করে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকরা জানান তাঁর মৃত্যু হয়েছে।
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
January 18, 2024 8:16 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Heart Attack Video: কোচিং ক্লাসে বসেই হার্ট অ্যাটাক ছাত্রের, নিমেষে মৃত্যু! এই ভিডিও দেখলে শিউরে উঠবেন