Ayodhya Ram Mandir Inauguration: আগে বা পরে নয়; ২২ জানুয়ারিই ভূমিষ্ঠ হোক সন্তান! হাসপাতালে অন্তঃসত্ত্বাদের আবদারের বন্যা
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Ayodhya Ram Mandir Inauguration: ২২ জানুয়ারি সন্তানের জন্মের জন্য হুড়োহুড়ি পড়েছে ডেলিভারি ডেট পাওয়ার। আর সেই অনুরোধ সামলাতে গিয়েই সমস্যায় পড়ছেন হাসপাতাল কর্তৃপক্ষ।
কলকাতা: দীর্ঘ প্রতীক্ষার পর আগামী সপ্তাহে অযোধ্যায় উদ্বোধন হতে চলেছে রাম মন্দির। আগামী সপ্তাহে ২২ জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের অভিষেক অনুষ্ঠান স্থির করা হয়েছে। এই উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যরাজ-সহ গোটা দেশের বহু বিশিষ্ট ব্যক্তি প্রাণপ্রতিষ্ঠা অনুষ্ঠানে অংশ নিতে চলেছেন।
রামের প্রতি অনন্য প্রেম-ভালোবাসার নিদর্শন প্রতিদিনই সংবাদে জায়গা করে নিচ্ছে। আর এই দিনেই সন্তানের জন্ম দেওয়ার জন্যে এবার উত্তরপ্রদেশের হাসপাতালগুলিতে অন্তঃসত্ত্বাদের আবদার। ২২ জানুয়ারি সন্তানের জন্মের জন্য হুড়োহুড়ি পড়েছে ডেলিভারি ডেট পাওয়ার। আর সেই অনুরোধ সামলাতে গিয়েই সমস্যায় পড়ছেন হাসপাতাল কর্তৃপক্ষ। এমনই অবস্থা এখন উত্তরপ্রদেশে।
advertisement
advertisement
আরও পড়ুন: ‘কিছুই ভুলিনি আজও’, জলপাইগুড়ির সঙ্গে অযোধ্যার রাম মন্দিরের অদ্ভুত যোগ! জানুন
গণেশ শঙ্কর বিদ্যার্থী মেমোরিয়াল মেডিক্যাল কলেজের প্রসূতি ও স্ত্রীরোগ বিভাগের ভারপ্রাপ্ত ইনচার্জ সীমা দ্বিবেদী জানিয়েছেন, এখনও পর্যন্ত ১৪ থেকে ১৫ জন গর্ভবর্তী মহিলা ২২ জানুয়ারি সন্তান প্রসবের আবেদন জানিয়েছেন। ২২ জানুয়ারি ৩৫টি সিজারিয়ান অপারেশনের ব্য়বস্থা করা হচ্ছে। তিনি আরও জানিয়েছেন, সিজারের ক্ষেত্রে তারিখ এদিক-ওদিক করা গেলেও নর্মাল ডেলিভারির ক্ষেত্রে এরকম কোনও গ্য়ারান্টি দেওয়া যায় না। এনিয়ে প্রসূতিদের বোঝানোর চেষ্টা করা হচ্ছে।
advertisement
আরও পড়ুন: রাম মন্দির উদ্বোধনের দিন কি পশ্চিমবঙ্গেও সরকারি ছুটি? চিঠি পৌঁছল মমতার কাছে! মিলবে সাড়া?
অন্যদিকে, রাম মন্দিরের উদ্বোধনকে কেন্দ্র করে বড় ঘোষণা করেছে কর্নাটকের একটি বেসরকারি হাসপাতাল। জানা গিয়েছে, ১৮-২২ জানুয়ারির মধ্যে যাঁরা সন্তানের জন্ম দেবেন,তাঁদের বিনামূল্যে পরিষেবা দেওয়া হবে। কর্নাটকের বিজয়পুরার জেএসএস সুপার স্পেশালিটি হাসপাতালে এই সুবিধা মিলবে । হাসপাতালটি পরিচালনা করে ‘শ্রী সিদ্ধেশ্বর লোকা কল্যাণ চ্যারিটেবল ট্রাস্ট’। তাঁরাই বিনামূল্যে পরিষেবা দেওয়ার ঘোষণা করেছেন।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 19, 2024 6:35 PM IST