Pune Flooded After Heavy Rain: অবিরাম বৃষ্টিতে পুনেতে ভয়াবহ বন্যা পরিস্থিতি, মৃত কমপক্ষে ৬ জন

Last Updated:

Pune Flooded After Heavy Rain: অতিরিক্ত বৃষ্টিপাতে ‘খাদকওয়াসলা বাঁধ’ ভরে যাওয়ার ফলে পুনে প্রশাসন ‘মুথা’ নদীর জল ছেড়ে দিতে বাধ্য হয়৷ এর ফলে নদীর তীরবর্তী বাসিন্দাদের জন্য সতর্কতা জারি করা রয়েছে।

অবিরাম বৃষ্টিপাতে ভয়াবহ পুনের বন্যা পরিস্থিতি   (Photo Credits: X)
অবিরাম বৃষ্টিপাতে ভয়াবহ পুনের বন্যা পরিস্থিতি (Photo Credits: X)
পুনে: গত ২৪ ঘণ্টা ধরে মহারাষ্ট্রের পুনে জেলায় ভারী বৃষ্টি হয়েছে৷ যার ফলে পুনের জনজীবন বিপর্যস্ত হয়ে গিয়েছে৷ অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে পুনের প্রায় সর্বত্র জুড়ে বন্যার মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছে৷
টানা বৃষ্টিপাতের ফলে রাস্তাঘাট জলমগ্ন হয়ে পড়েছে৷ আবাসিক এলাকা থেকে বাজারঘাট সর্বত্র হাঁটু সমান জলে ডুবে গিয়েছে৷ বৃষ্টির ফলে একাধিক জায়গায় ধসও নামার খবর শোনা যাচ্ছে৷
advertisement
বন্যা পরিস্থিতি ক্রমশ খারাপ হওয়ায় ২৫ জুলাই পুনের সমস্ত স্কুল ও কলেজ বন্ধ ছিল। অতিরিক্ত বৃষ্টিপাতে ‘খাদকওয়াসলা বাঁধ’ ভরে যাওয়ার ফলে পুনে প্রশাসন ‘মুথা’ নদীর জল ছেড়ে দিতে বাধ্য হয়৷ এর ফলে নদীর তীরবর্তী বাসিন্দাদের জন্য সতর্কতা জারি করা রয়েছে।
advertisement
এছাড়াও অবিরাম বৃষ্টিপাতের জেরে ‘একতা নগর’, ‘সিংহগড় রোড’ এবং ‘পুলাচি ওয়াড়ি’র মতো নিচু অঞ্চলগুলোও প্লাবিত হয়েছে।
advertisement
‘সিংহগড় রোড’ এর এক আবাসিক কমপ্লেক্সে জলের উচ্চতা বা বুক সমান হয়ে দাঁড়িয়েছে৷ জরুরি পরিস্থিতে বাসিন্দাদের নৌকায় করে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে৷
advertisement
আবহাওয়া দপ্তর এখনও অবধি কোনও আশার খবর জানাতে পারেনি৷ খুব প্রয়োজন ছাড়া প্রশাসনের তরফ থেকে বাড়ির বাইরে না বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে৷
বন্যা পরিস্থিতিতে ইতিমধ্যেই অন্তত ছয়জন প্রাণ হারিয়েছেন। সোশ্যাল মিডিয়াতে পুণের জলযন্ত্রণার ছবি ইতিমধ্যেই ভাইরাল হতে শুরু করেছে
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Pune Flooded After Heavy Rain: অবিরাম বৃষ্টিতে পুনেতে ভয়াবহ বন্যা পরিস্থিতি, মৃত কমপক্ষে ৬ জন
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement