Pune Flooded After Heavy Rain: অবিরাম বৃষ্টিতে পুনেতে ভয়াবহ বন্যা পরিস্থিতি, মৃত কমপক্ষে ৬ জন
- Published by:Debolina Adhikari
- news18 bangla
Last Updated:
Pune Flooded After Heavy Rain: অতিরিক্ত বৃষ্টিপাতে ‘খাদকওয়াসলা বাঁধ’ ভরে যাওয়ার ফলে পুনে প্রশাসন ‘মুথা’ নদীর জল ছেড়ে দিতে বাধ্য হয়৷ এর ফলে নদীর তীরবর্তী বাসিন্দাদের জন্য সতর্কতা জারি করা রয়েছে।
পুনে: গত ২৪ ঘণ্টা ধরে মহারাষ্ট্রের পুনে জেলায় ভারী বৃষ্টি হয়েছে৷ যার ফলে পুনের জনজীবন বিপর্যস্ত হয়ে গিয়েছে৷ অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে পুনের প্রায় সর্বত্র জুড়ে বন্যার মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছে৷
টানা বৃষ্টিপাতের ফলে রাস্তাঘাট জলমগ্ন হয়ে পড়েছে৷ আবাসিক এলাকা থেকে বাজারঘাট সর্বত্র হাঁটু সমান জলে ডুবে গিয়েছে৷ বৃষ্টির ফলে একাধিক জায়গায় ধসও নামার খবর শোনা যাচ্ছে৷
advertisement
বন্যা পরিস্থিতি ক্রমশ খারাপ হওয়ায় ২৫ জুলাই পুনের সমস্ত স্কুল ও কলেজ বন্ধ ছিল। অতিরিক্ত বৃষ্টিপাতে ‘খাদকওয়াসলা বাঁধ’ ভরে যাওয়ার ফলে পুনে প্রশাসন ‘মুথা’ নদীর জল ছেড়ে দিতে বাধ্য হয়৷ এর ফলে নদীর তীরবর্তী বাসিন্দাদের জন্য সতর্কতা জারি করা রয়েছে।
advertisement
Scary visuals coming in from Khadakvasla, Pune city.
पुणेकरांनो घरी रहा, सुरक्षित रहा.
#PuneRains pic.twitter.com/EPYPTZ7S89
— Vini Kohli (@vinikkohli) July 25, 2024
এছাড়াও অবিরাম বৃষ্টিপাতের জেরে ‘একতা নগর’, ‘সিংহগড় রোড’ এবং ‘পুলাচি ওয়াড়ি’র মতো নিচু অঞ্চলগুলোও প্লাবিত হয়েছে।
advertisement
‘সিংহগড় রোড’ এর এক আবাসিক কমপ্লেক্সে জলের উচ্চতা বা বুক সমান হয়ে দাঁড়িয়েছে৷ জরুরি পরিস্থিতে বাসিন্দাদের নৌকায় করে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে৷
Great pictures now look at this
Pune setting new records of worst town planning every #Monsoon !!!!
Let’s go swim !!!!!! #Pune #Punerains https://t.co/VVY8s9E7wV pic.twitter.com/YugDj5bih4
— Chaitanya… (@gaaw_waale) July 25, 2024
advertisement
আবহাওয়া দপ্তর এখনও অবধি কোনও আশার খবর জানাতে পারেনি৷ খুব প্রয়োজন ছাড়া প্রশাসনের তরফ থেকে বাড়ির বাইরে না বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে৷
বন্যা পরিস্থিতিতে ইতিমধ্যেই অন্তত ছয়জন প্রাণ হারিয়েছেন। সোশ্যাল মিডিয়াতে পুণের জলযন্ত্রণার ছবি ইতিমধ্যেই ভাইরাল হতে শুরু করেছে
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 26, 2024 4:41 PM IST