Mumbai Flood: বৃষ্টিপাতে বিপর্যস্ত মুম্বই শহর, আগামী তিন দিনে পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা
- Published by:Debolina Adhikari
- news18 bangla
Last Updated:
The weather agency issued the red alert for the next three days from July 12 to 14: আগামী ১২ থেকে ১৪ জুলাইয়ে মুম্বইয়ের সর্বত্র ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এছাড়াও পুনে এবং সাতারাতেও লাল সতর্কতা জারি রয়েছে।,সোমবার একটা থেকে সাতটা, মাত্র ৬ ঘণ্টার মধ্যে প্রায় রেকর্ড ৬০০ মিমি বৃষ্টিপাত হয়েছিল৷
মুম্বই: সোমবার মুম্বইয়ে সর্বত্র ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হয়েছিল৷ ভারতীয় আবহাওয়া বিভাগের রিপোর্ট অনুযায়ী এখনই বৃষ্টি থেকে স্বস্তির কোনও আশা নেই৷ বরং বুধবার শহরের বেশ কয়েকটা অংশে ‘হলুদ সতর্কতা’ জারি ছিল৷ আগামী ১২ থেকে ১৪ জুলাইয়ে মুম্বইয়ের সর্বত্র ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।
ভারতীয় আবহাওয়া বিভাগ সতর্কবার্তা জারি করে বলেছে, “আগামী তিন দিন মুম্বইয়ের বিচ্ছিন্ন জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।’’
advertisement
অতিভারী বৃষ্টিপাতের কারণে ইতিমধ্যেই মুম্বই ও মহারাষ্ট্রের অন্যান্য অঞ্চলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে৷ যার জের পড়তে শুরু করেছে বিমান পরিষেবাতেও৷ কেবল মহারাষ্ট্র নয়, দেশের অন্যান্য অঞ্চলেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে৷ আবহাওয়া দপ্তর দেশের বিভিন্ন জায়গাতেই হলুদ ও লাল সতর্কতা জারি করেছে৷
advertisement
মধ্য মহারাষ্ট্র এবং দেশের অন্যান্য অংশেও ভারী বৃষ্টির সতর্কতা
সর্বশেষ ‘IMD’র পূর্বাভাস অনুযায়ী শুধু মুম্বই নয়, ১২ থেকে ১৫ জুলাই কোঙ্কন, মধ্য মহারাষ্ট্র এবং কর্ণাটকের উপকূলবর্তী অঞ্চলে ভারী বৃষ্টিপাত হতে পারে৷ আগামী পাঁচ দিনের মধ্যে গোয়াতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি রয়েছে। গুজরাটেও আজ অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
advertisement
আবহাওয়া দপ্তর খবর অনুযায়ী, আগামী পাঁচ দিনে কোঙ্কন ও গোয়া, মধ্য মহারাষ্ট্র, কেরল ও মাহে, লাক্ষাদ্বীপ ও কর্ণাটকে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে তামিলনাড়ু, পুদুচেরি এবং কারাইকাল এবং রায়ালসিমাতেও।
advertisement
সোমবার প্রবল বৃষ্টিপাতের সাক্ষী ছিল মুম্বই
সোমবার থেকেই মুম্বই জুড়ে ব্যাপক বৃষ্টিপাত শুরু হয়৷ যার ফলে শহরে সর্বত্র জল জমে যায়৷ এর ফলে লোকাল ট্রেন, বাস এবং বিমান পরিষেবা ব্যাহত হয়। অতিভারী বৃষ্টিপাতের কারণে সোমবার শহরের স্কুল ও কলেজগুলি বন্ধও ছিল৷ সেইদিন একটা থেকে সাতটা, মাত্র ৬ ঘণ্টার মধ্যে প্রায় রেকর্ড ৬০০ মিমি বৃষ্টিপাত হয়েছিল৷ ‘RMC’ ইতিমধ্যেই মুম্বই, রায়গড়, রত্নাগিরি এবং সিন্ধুদূর্গ সহ বেশ কয়েকটা অঞ্চলে ভারী বৃষ্টিপাতের লাল সতর্কতা জারি করেছে। এছাড়াও পুনে এবং সাতারাতেও লাল সতর্কতা জারি রয়েছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 11, 2024 10:09 AM IST