NEET-UG Paper Leak Probe:নিট প্রশ্নপত্র ফাঁসের তদন্তে সিবিআইয়ের বিবৃতি, আটক হাজারিবাগ স্কুলের অধ্যক্ষ ও উপাধ্যক্ষ-সহ আরও অনেকে

Last Updated:

NEET-UG Paper Leak Probe:ট্রাঙ্ক থেকে প্রশ্নপত্র বের করার জন্য অত্যাধুনিক প্রযুক্তির সাহায্য নেওয়া হয়েছিল৷ তার পর আবার ট্রাঙ্কগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছিল৷ সেই দিনই চুরি যাওয়া প্রশ্ন পত্রগুলোকে হাজারিবাগেই কয়েকজনকে দিয়ে অর্থের বিনিময় সমাধান করিয়ে নেওয়া হয়েছিল৷

নিট তদন্তপ্রশ্ন ফাঁসের অভিযোগেওএখনও পর্যন্ত ৩৬ জনকে আটক করা হয়েছে  (PTI Representative Photo)
নিট তদন্তপ্রশ্ন ফাঁসের অভিযোগেওএখনও পর্যন্ত ৩৬ জনকে আটক করা হয়েছে (PTI Representative Photo)
দিল্লি: বৃহস্পতিবার, সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই) নিট প্রশ্নপত্র ফাঁস মামলায় অফিসিয়াল বিবৃতিতে জানিয়েছে, বিহারে হাজারিবাগের এক বিদ্যালয় থেকে প্রশ্নপত্রগুলো ফাঁস হয়েছিল৷
কয়েকদিন আগেই নিট প্রশ্ন ফাঁসের আভিযোগে তোলপাড় হয়েছে সমগ্র দেশ৷ এই নিয়ে তদন্তভার গ্রহণ করেছিল সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই)৷ তদন্তভার গ্রহণ করে বোকারোর বাসিন্দা পঙ্কজকুমার ওরফে আদিত্যকে পটনা থেকে গ্রেফতার করে সিবিআই৷ তার বিরুদ্ধে হাজিরাবাগে এনটিএর ট্রাক থেকে প্রশ্নপত্র চুরির অভিযোগ রয়েছে৷
advertisement
advertisement
তদন্তে জানা গিয়েছে ৫ মে, সকালে প্রশ্নপত্র-সহ ট্রাঙ্কগুলো হাজারিবাগের ‘ওয়েসিস’ বিদ্যালয়ে আসে৷ তারপর সেখানকার কন্ট্রোল রুমে সেই ট্রাঙ্কগুলো রাখা হয়৷  জানা গিয়েছে সেই রুম থেকেই অবৈধভাবে প্রশ্নপত্র গুলোর অ্যাক্সেস পায় ঘটনার মূল অভিযুক্ত পঙ্কজ কুমার ওরফে আদিত্য ওরফে সাহিল৷
বিবৃতিতে আরও চাঞ্চল্যকর অভিযোগ এনেছে সর্বভারতীয় তদন্তকারী সংস্থাটি৷ এই প্রশ্নপত্র ফাঁসে হাজারিবাগ এনটিএ সিটি কো-অর্ডিনেটরেরও যোগসাজশ ছিল৷ ওই বিদ্যালয়ের অধ্যক্ষ ও উপাধ্যক্ষ পঙ্কজকে অনৈতিকভাবে কন্ট্রোল রুমে প্রবেশাধিকার দেন৷
advertisement
ট্রাঙ্ক থেকে প্রশ্নপত্র বের করার জন্য অত্যাধুনিক প্রযুক্তির সাহায্য নেওয়া হয়েছিল৷ তার পর আবার ট্রাঙ্কগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছিল৷ সেই দিনই চুরি যাওয়া প্রশ্ন পত্রগুলোকে হাজারিবাগেই কয়েকজনকে দিয়ে অর্থের বিনিময় সমাধান করিয়ে নেওয়া হয়েছিল৷
advertisement
এই ঘটনায় ইতিমধ্যেই অধ্যক্ষ ও উপাধ্যক্ষকে আটক করা হয়েছে৷ বিদ্যালয় থেকে বেশ কিছু অর্ধ-পোড়া প্রশ্নপত্রের টুকরো উদ্ধার করা হয়েছে৷
তদন্তে জানা গিয়েছে, বেশ কয়েকজন প্রতিষ্ঠিত এমবিবিএস কলেজের পড়ুয়ারা এই ফাঁস হওয়া প্রশ্নপত্রগুলো টাকার বিনিময়ে সমাধান করেছে৷ তাঁদের চিহ্নিত করে বেশিরভাগকে গ্রেফতারও করা হয়েছে।
এখনও পর্যন্ত সিবিআই প্রায় ৩৩টি জায়গায় তল্লাশি চালিয়ে ৩৬ জনকে আটক করেছে৷ তারমধ্যে ১৫ জনকে গ্রেফতার করেছে বিহার পুলিশ৷ যদিও তদন্ত এখনও শেষ হয়নি৷
বাংলা খবর/ খবর/দেশ/
NEET-UG Paper Leak Probe:নিট প্রশ্নপত্র ফাঁসের তদন্তে সিবিআইয়ের বিবৃতি, আটক হাজারিবাগ স্কুলের অধ্যক্ষ ও উপাধ্যক্ষ-সহ আরও অনেকে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement