কয়েকটি বিক্ষিপ্ত অশান্তি ছাড়া মোটামুটি শান্তিপূর্ণ ভাবেই মিটল হরিয়ানা ও মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ৷ হরিয়ানার ৯০ আসনে লড়ছে বিজেপি, কংগ্রেস ও জেজেপি৷ মূল প্রতিদ্বন্দ্বী বিজেপি ও কংগ্রেস৷ ১.৮৩ কোটির বেশি ভোটার৷ রাজ্যজুড়ে ১৯ হাজার ৫৭৮ পোলিং স্টেশনে চলছে ভোটগ্রহণ৷ পাঁচ বছর আগে দুটি রাজ্যেই ক্ষমতা দখল করেছিল বিজেপি। এ বছর লোকসভা ভোটে মহারাষ্ট্রে ৪৮টি আসনের মধ্যে বিজেপি এবং জোটসঙ্গী শিবসেনা মিলে দখল করে ৪১টি আসন। কংগ্রেস মাত্র একটি এবং জোটসঙ্গী শরদ পওয়ারের এনসিপি জেতে ৪টি আসনে। মহারাষ্ট্রে ২৮৮টি বিধানসভা আসন৷ দুই রাজ্যেই বিজেপি-র ভোটে ইস্যু কাশ্মীরের ৩৭০ ধারা বিলোপ ও জাতীয়তাবাদ, সেখানে কংগ্রেস নিশানা করেছে বেকারত্ব, নোটবন্দি, জিএসটি ও আর্থিক মন্দাকে৷ তা সত্ত্বেও হরিয়ানা ও মহারাষ্ট্রে বিজেপি-ই ক্ষমতায় ফিরবে বলে জানাচ্ছে বিভিন্ন বুথ ফেরত সমীক্ষা৷