Assam Flood Update: বানভাসি অসম! ২৪ ঘণ্টায় বন্যা ধসে নিহত ১১! অমিত শাহের নির্দেশে পরিদর্শনে কেন্দ্রীয় দল

Last Updated:

Assam Meghalaya Flood and Landslide: রাজ্যে গত এক সপ্তাহ ধরে ৫,১৩৭ টি গ্রাম ক্ষতিগ্রস্থ হয়েছে বিধ্বংসী বন্যায়। প্রায় ১.৯০ লক্ষ মানুষ ৭৪৪ টি ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন।

Assam Flood Situation
Assam Flood Situation
#অসম: ব্যাপক বৃষ্টিপাতের কারণে গত ২৪ ঘণ্টায় বন্যা ও ভূমিধসে নিহত হয়েছেন ১১ জন, জানিয়েছে অসম রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমার সঙ্গে কথা বলেছেন। অমিত শাহ জানান, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করতে কেন্দ্রীয় দল দু’টি রাজ্যের বন্যা কবলিত এলাকা পরিদর্শন করবে। “ভারী বৃষ্টি ও বন্যার পরিপ্রেক্ষিতে উভয় রাজ্যের কিছু অংশের পরিস্থিতি নিয়ে আলোচনা করতে অসমের মুখ্যমন্ত্রী শ্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং মেঘালয়ের মুখ্যমন্ত্রী শ্রী কনরাড সাংমার সঙ্গে কথা হয়েছে। প্রয়োজনের এই সময়ে অসম ও মেঘালয়ের জনগণের পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়েছে মোদি সরকার,” ট্যুইট করেছেন অমিত শাহ।
অমিত শাহ আরও লিখেছেন, “একটি আন্তঃমন্ত্রক কেন্দ্রীয় দল (IMCT) ক্ষয়ক্ষতি নিরূপণ করতে অসম ও মেঘালয়ের বন্যা কবলিত এলাকা পরিদর্শন করবে। এর আগে IMCT-এর একটি দল চলতি বছরের ২৬ মে থেকে ২৯ মে, 2022 পর্যন্ত অসমের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছিল।”
advertisement
advertisement
রাজ্যের বন্যা পরিস্থিতি গুরুতর এবং ৩৫ টি জেলার মধ্যে ৩৩ টিতেই ৪৩ লাখের কাছাকাছি মানুষ বন্যা আক্রান্ত। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা একটি বৈঠকে বন্যা পরিস্থিতি পর্যালোচনা করেছেন এবং ব্যাপক প্লাবিত এলাকায় খাদ্য ও অন্যান্য ত্রাণসামগ্রী আকাশপথে পৌঁছনোর নির্দেশ দিয়েছেন।
advertisement
জেলা প্রশাসকদের স্বাস্থ্য বিভাগের দলগুলিকে প্রস্তুত রাখার এবং বন্যা দুর্গতদের জন্য স্থাপিত ত্রাণ শিবিরগুলিতে ডাক্তারদের প্রতিদিনের পরিদর্শন নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। গুরুতর রোগীদের কাছাকাছি হাসপাতালে স্থানান্তর করার জন্য অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখারও কথা জানিয়েছেন তিনি।
advertisement
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আধিকারিকদের অবশ্যই সমস্ত জেলা হাসপাতালে রাতের শিফটে উপস্থিত থাকতে হবে এবং প্রবীণ নাগরিক, মহিলা এবং শিশুদের বিশেষ যত্ন নিতে হবে। বন্যা পরবর্তী রোগের মোকাবিলা নিশ্চিত করতে রাজ্যের নয়টি মেডিকেল কলেজের সহায়তায় সার্কেল-ভিত্তিক মেগা স্বাস্থ্য শিবিরের পরিকল্পনার জন্যও কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
ASDMA-এর একটি বুলেটিনে বলা হয়েছে, রাজ্যে গত এক সপ্তাহ ধরে ৫,১৩৭ টি গ্রাম ক্ষতিগ্রস্থ হয়েছে বিধ্বংসী বন্যায়। প্রায় ১.৯০ লক্ষ মানুষ ৭৪৪ টি ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন। ৪০৩ টি অস্থায়ী কেন্দ্র থেকে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।
বাংলা খবর/ খবর/দেশ/
Assam Flood Update: বানভাসি অসম! ২৪ ঘণ্টায় বন্যা ধসে নিহত ১১! অমিত শাহের নির্দেশে পরিদর্শনে কেন্দ্রীয় দল
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement