#কলকাতা: কয়লা পাচার মামলায় এক সাক্ষীকে ভয় দেখানো ও হুমকি দেওয়ার অভিযোগ উঠল খোদ সিবিআইয়ের তদন্তকারী অফিসারের বিরুদ্ধে। ওই সাক্ষীর অভিযোগের ভিত্তিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ওই অফিসারের বিরুদ্ধে তদন্ত শুরু করল সিআইডি। উল্লেখ্য, কয়লা পাচার মামলায় তদন্ত করছে সিবিআই। তদন্তের স্বার্থেই একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এমনকি আগামী দিনেও একাধিকজনকে জিজ্ঞাসাবাদের সম্ভাবনাও রয়েছে। এই প্রক্রিয়ার মধ্যেই এই মামলার তদন্তকারী অফিসার উমেশ কুমারের বিরুদ্ধে অভিযোগ করেন এক সাক্ষী।
আরও পড়ুন- সোমে ১২ ঘণ্টার বেশি জিজ্ঞাসাবাদ, মঙ্গলে ফের ইডির তলব রাহুলকে
দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থানা এলাকার বাসিন্দা জনৈক হায়বার আখন্দ নামে এক ব্যক্তি যাকে সাক্ষী হিসেবে ডাকা হয়েছিল সিবিআইয়ের দফতরে, তাঁর অভিযাগ, জিজ্ঞাসাবাদের নামে তাঁকে হুমকি দেখানো হয়েছে। ভয় দেখিয়ে জোর করে বয়ান রেকর্ডের চেষ্টাও করেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্তকারী অফিসার। এমনকি তাঁকে দিয়ে প্রভাবশালীদের নাম বলানোর জন্য চাপও তৈরি করা হয়। এহেন অভিযোগ এনেই বিষ্ণপুর থানায় লিখিত অভিযোগ করেন ওই ব্যক্তি।
মে মাসের মাঝামাঝি হওয়া ওই অভিযোগের ভিত্তিতে বিষ্ণু্পুর থানা ভারতীয় দণ্ডবিধির ১২০(বি), ৫০৬, ৪৬৫, ৪৬৭, ৪৬৮, ৩৪ সহ একাধিক ধারা অর্থাৎ অপরাধমূলক ষড়যন্ত্র, ভয় দেখানো ও জালিয়াতির মামলা রুজু করে সিবিআইয়ের তদন্তকারী অফিসারের বিরুদ্ধে। এই মামলারই তদন্তভার নিল সিআইডি। সিআইডির এক কর্তা জানিয়েছেন, বিষ্ণুপুর থানায় দায়ের হওয়া অভিযোগের ভিত্তিতে তদন্ত করছিল থানা। সেই তদন্তভার সিআইডি নিয়েছে। সবটাই তদন্ত করে দেখা হচ্ছে।
আরও পড়ুন- যোগাসনের আলো ছড়াক গ্যাজেটেও,আন্তর্জাতিক যোগাসন দিবসে সঙ্গে থাক এই কয়েক শুভেচ্ছা
সূত্রের খবর, তদন্তের প্রয়োজনে ওই সিবিআই অফিসারকে ডেকে জিজ্ঞাসাবাদ করতে পারে সিআইডি। প্রসঙ্গত উল্লেখ্য, এই ঘটনা নতুন নয়। এর আগে রোজভ্যালির একটি মামলায় সিবিআই অফিসারের বিরুদ্ধে ওঠা অভিযোগে তদন্ত শুরু করে কলকাতা পুলিস। কালীঘাট থানাতেও ইডির অফিসারদের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে আগে। তারও তদন্ত জারি রয়েছে।
কয়লা পাচার মামলায় শুধু সিবিআই নয়, ইডিও সমান্তরালভাবে তদন্ত চালিয়ে যাচ্ছে। সম্প্রতি দক্ষিণ ২৪ পরগনার জেলার এক তৃণমূল বিধায়ককে কয়লা পাচার মামলায় জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।