Rahul Gandhi: সোমে ১২ ঘণ্টার বেশি জিজ্ঞাসাবাদ, মঙ্গলে ফের ইডির তলব রাহুলকে
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
Rahul Gandhi: এর আগে তিন দিন রাহুলকে জিজ্ঞাসাবাদ করে ইডি। সেখানে ন্যাশনাল হেরাল্ড মামলায় রাহুলের বয়ান নেওয়া হয়, বয়ান স্বাক্ষর করেন রাহুল। যদিও রাহুলের উত্তরে এখনও সন্তুষ্ট নন ইডির তদন্তকারী অফিসারেরা।
#নয়াদিল্লি: চতুর্থ দিনেও ১২ ঘণ্টার বেশি জিজ্ঞাসাবাদ৷ মঙ্গলবার ফের তলব৷ ন্যাশনাল হেরাল্ড মামলার জল গড়াচ্ছে অনেকটাই৷ এর আগে তিন দিন রাহুলকে জিজ্ঞাসাবাদ করে ইডি। সেখানে ন্যাশনাল হেরাল্ড মামলায় রাহুলের বয়ান নেওয়া হয়, বয়ান স্বাক্ষর করেন রাহুল। যদিও রাহুলের উত্তরে এখনও সন্তুষ্ট নন ইডির তদন্তকারী অফিসারেরা। সেই কারণেই ফের একবার জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হল রাহুল গান্ধিকে। দলের শীর্ষ নেতা ও পুত্র রাহুল গান্ধির মতো সনিয়াকেও ন্যাশনাল হেরাল্ড মামলায় ডেকে পাঠিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। তিনি করোনা আক্রান্ত হওয়ায় তাঁর হাজিরার প্রাথমিক তারিখ বদলে ২৩ জুন ফের হাজিরা দিতে বলে তদন্তকারী সংস্থা। প্রাথমিক ভাবে সনিয়ার হাজিরা দেওয়ার কথা ছিল ৮ জুন। দিল্লির রাজনীতিক প্রেক্ষাপট আগামী এক সপ্তাহ কোন দিকে গড়ায়, এখন সেইদিকেই নজর সকলের।
আরও পড়ুন: মমতা বন্দ্যোপাধ্যায় নন, রাষ্ট্রপতি প্রার্থী বাছতে বিরোধীদের বৈঠকে যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
অভিযোগ, রাহুল গান্ধি এবং সনিয়া গান্ধির মালিকানাধীন একটি সংস্থা ২০১১ সালে ন্যাশনাল হেরাল্ড-সহ তিনটি সংবাদপত্র ‘অ্যাসোসিয়েট জার্নালস লিমিটেডে’র কাছ থেকে অধিগ্রহণ করে। রাহুল এবং সনিয়া গান্ধী একাই ওই সংস্থার বিপুল পরিমাণ শেয়ারের মালিক। সেই মামলাতেই রাহুলকে জেরা করছে ইডি। এর আগে প্রথম দুদিন টানা রাহুল গান্ধিকে জিজ্ঞাসাবাদ করে ইডি। প্রথম দুদিন জিজ্ঞাসাবাদ করার মাঝেও বিশেষ বিরতি নিয়েছিলেন রাহুল। তিনি তদন্তকারী অফিসারদের থেকে অনুমতি নিয়ে গিয়েছিলেন অসুস্থ সনিয়াকে দেখতে। এর পর ফের তৃতীয়দিন রাহুলকে ডাকে ইডি। সেই ডাকের পর রাহুল আলাদা করে ইডির কাছে এক দিন সময় চান, বলেন মা-কে দেখভালের জন্য তাঁর একটা দিন চাই। সেই প্রস্তাব গ্রহণ করে আবারও রাহুলকে পরের দিন ডাকে ইডি। তিনি সেদিন হাজিরা দেন।
advertisement
advertisement
আরও পড়ুন: নাড্ডার বাড়িতে আজ জরুরি বৈঠক, রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থীতে মহাচমক বিজেপির?
রাহুলের জিজ্ঞাসাবাদের পাশাপাশি দিল্লিতে চলছে কংগ্রেসের প্রতিবাদও। দিল্লিতে কংগ্রেস নেতৃত্ব কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসার দাবি তুলে একের পর এক মিছিল, সভা আয়োজন করছে। এর মধ্যে সেই মিছিল নিয়ে একদিন ধুন্ধুমার বাধে দিল্লিতে। সব মিলিয়ে মঙ্গলবার রাহুলের উপস্থিতি নিয়ে একটা রাজনৈতিক তরঙ্গ তৈরি হতে চলেছে, তা বলাই বাহুল্য।
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 20, 2022 11:59 PM IST