TMC Abhishek Banerjee: মমতা বন্দ্যোপাধ্যায় নন, রাষ্ট্রপতি প্রার্থী বাছতে বিরোধীদের বৈঠকে যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

Last Updated:

President Election Candidature Name: রাষ্ট্রপতি প্রার্থীর নাম বিষয়ে সিদ্ধান্ত নিতে বিরোধীদের সভায় যোগ দেবেন তৃণমূলের জাতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

TMC MP Abhishek Banerjee
TMC MP Abhishek Banerjee
#কলকাতা: কে হবেন দেশের আগামী রাষ্ট্রপতি? রাষ্ট্রপতি প্রার্থীর নাম বিষয়ে সিদ্ধান্ত নিতে বিরোধীদের সভায় যোগ দেবেন তৃণমূলের জাতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী মঙ্গলবার জাতীয় রাজধানীতে একটি বৈঠকের ডাক দিয়েছে দেশের বিরোধী দলগুলি। সূত্রের খবর, এই বৈঠকের কাণ্ডারী হতে চলেছেন এনিসিপি প্রধান শরদ পাওয়ার। গতবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিরোধীদের বৈঠকে গিয়েছিলেন অভিষেক। এবার এ রাজ্যের মুখ্যমন্ত্রী বিরোধী দলীয় ওই বৈঠকে রাষ্ট্রপতি প্রার্থীর নাম বিষয়ে সিদ্ধান্ত নিতে উপস্থিত থাকবেন না। তাঁর বদলে প্রতিনিধিত্ব করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
রাজনৈতিক মহলের একাংশের বিশ্লেষণ, এর আগে যে বৈঠক হয়েছিল তাতে অংশ নিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই। কিন্তু এবারের বৈঠকে তৃণমূলের সুপ্রিমোর অনুপস্থিতি ব্যুমেরাং হয়ে দেখা দিতে পারত তৃণমূলের। বিজেপি বিরোধী সব শক্তিকে একজোট হওয়ার যে বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই বিশ্বাসের ভিত দুর্বল হয়ে যেত। কংগ্রেস সহ একাধিক বিরোধী দল মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আদতে বিজেপিকে মদত জোগানোর অভিযোগ তুললেও সেই বার্তাকে ভুল প্রমাণ করতেই তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে উপস্থিত থাকবেন এই বৈঠকে।
advertisement
advertisement
বিরোধীদের তরফে কে দেশের আগামী রাষ্ট্রপতি প্রার্থী হবেন সেই নিয়ে এখনই নিশ্চিত করে কোনও সূত্র মারফতই খবর মেলেনি। শরদ পাওয়ারের নাম নিয়ে গুঞ্জন উঠলেও তিনি পরে জানিয়ে দেন, সক্রিয় রাজনীতিতে যুক্ত থাকতেই স্বচ্ছন্দ্য তিনি। এমনকি জম্মু কাশ্মীরের নেতা ফারুক আবদুল্লাও জানিয়েছেন জম্মু কাশ্মীরের এহেন টালমাটাল পরিস্থিতিতে রাজনীতিতে সক্রিয় ভাবে তাঁর অংশগ্রহণ দরকার। ফলে বিরোধীদের রাষ্ট্রপতি পদপ্রার্থী কে হতে চলেছেন তা জানতে আপাতত মঙ্গলবারের বিরোধী দলীয় বৈঠকের দিকেই চোখ দেশের রাজনৈতিক মহলের।
বাংলা খবর/ খবর/কলকাতা/
TMC Abhishek Banerjee: মমতা বন্দ্যোপাধ্যায় নন, রাষ্ট্রপতি প্রার্থী বাছতে বিরোধীদের বৈঠকে যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement