TMC Abhishek Banerjee: মমতা বন্দ্যোপাধ্যায় নন, রাষ্ট্রপতি প্রার্থী বাছতে বিরোধীদের বৈঠকে যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
- Published by:Madhurima Dutta
- news18 bangla
Last Updated:
President Election Candidature Name: রাষ্ট্রপতি প্রার্থীর নাম বিষয়ে সিদ্ধান্ত নিতে বিরোধীদের সভায় যোগ দেবেন তৃণমূলের জাতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
#কলকাতা: কে হবেন দেশের আগামী রাষ্ট্রপতি? রাষ্ট্রপতি প্রার্থীর নাম বিষয়ে সিদ্ধান্ত নিতে বিরোধীদের সভায় যোগ দেবেন তৃণমূলের জাতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী মঙ্গলবার জাতীয় রাজধানীতে একটি বৈঠকের ডাক দিয়েছে দেশের বিরোধী দলগুলি। সূত্রের খবর, এই বৈঠকের কাণ্ডারী হতে চলেছেন এনিসিপি প্রধান শরদ পাওয়ার। গতবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিরোধীদের বৈঠকে গিয়েছিলেন অভিষেক। এবার এ রাজ্যের মুখ্যমন্ত্রী বিরোধী দলীয় ওই বৈঠকে রাষ্ট্রপতি প্রার্থীর নাম বিষয়ে সিদ্ধান্ত নিতে উপস্থিত থাকবেন না। তাঁর বদলে প্রতিনিধিত্ব করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
রাজনৈতিক মহলের একাংশের বিশ্লেষণ, এর আগে যে বৈঠক হয়েছিল তাতে অংশ নিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই। কিন্তু এবারের বৈঠকে তৃণমূলের সুপ্রিমোর অনুপস্থিতি ব্যুমেরাং হয়ে দেখা দিতে পারত তৃণমূলের। বিজেপি বিরোধী সব শক্তিকে একজোট হওয়ার যে বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই বিশ্বাসের ভিত দুর্বল হয়ে যেত। কংগ্রেস সহ একাধিক বিরোধী দল মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আদতে বিজেপিকে মদত জোগানোর অভিযোগ তুললেও সেই বার্তাকে ভুল প্রমাণ করতেই তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে উপস্থিত থাকবেন এই বৈঠকে।
advertisement
advertisement
বিরোধীদের তরফে কে দেশের আগামী রাষ্ট্রপতি প্রার্থী হবেন সেই নিয়ে এখনই নিশ্চিত করে কোনও সূত্র মারফতই খবর মেলেনি। শরদ পাওয়ারের নাম নিয়ে গুঞ্জন উঠলেও তিনি পরে জানিয়ে দেন, সক্রিয় রাজনীতিতে যুক্ত থাকতেই স্বচ্ছন্দ্য তিনি। এমনকি জম্মু কাশ্মীরের নেতা ফারুক আবদুল্লাও জানিয়েছেন জম্মু কাশ্মীরের এহেন টালমাটাল পরিস্থিতিতে রাজনীতিতে সক্রিয় ভাবে তাঁর অংশগ্রহণ দরকার। ফলে বিরোধীদের রাষ্ট্রপতি পদপ্রার্থী কে হতে চলেছেন তা জানতে আপাতত মঙ্গলবারের বিরোধী দলীয় বৈঠকের দিকেই চোখ দেশের রাজনৈতিক মহলের।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 19, 2022 1:51 PM IST