TMC Abhishek Banerjee: মমতা বন্দ্যোপাধ্যায় নন, রাষ্ট্রপতি প্রার্থী বাছতে বিরোধীদের বৈঠকে যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

Last Updated:

President Election Candidature Name: রাষ্ট্রপতি প্রার্থীর নাম বিষয়ে সিদ্ধান্ত নিতে বিরোধীদের সভায় যোগ দেবেন তৃণমূলের জাতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

TMC MP Abhishek Banerjee
TMC MP Abhishek Banerjee
#কলকাতা: কে হবেন দেশের আগামী রাষ্ট্রপতি? রাষ্ট্রপতি প্রার্থীর নাম বিষয়ে সিদ্ধান্ত নিতে বিরোধীদের সভায় যোগ দেবেন তৃণমূলের জাতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী মঙ্গলবার জাতীয় রাজধানীতে একটি বৈঠকের ডাক দিয়েছে দেশের বিরোধী দলগুলি। সূত্রের খবর, এই বৈঠকের কাণ্ডারী হতে চলেছেন এনিসিপি প্রধান শরদ পাওয়ার। গতবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিরোধীদের বৈঠকে গিয়েছিলেন অভিষেক। এবার এ রাজ্যের মুখ্যমন্ত্রী বিরোধী দলীয় ওই বৈঠকে রাষ্ট্রপতি প্রার্থীর নাম বিষয়ে সিদ্ধান্ত নিতে উপস্থিত থাকবেন না। তাঁর বদলে প্রতিনিধিত্ব করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
রাজনৈতিক মহলের একাংশের বিশ্লেষণ, এর আগে যে বৈঠক হয়েছিল তাতে অংশ নিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই। কিন্তু এবারের বৈঠকে তৃণমূলের সুপ্রিমোর অনুপস্থিতি ব্যুমেরাং হয়ে দেখা দিতে পারত তৃণমূলের। বিজেপি বিরোধী সব শক্তিকে একজোট হওয়ার যে বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই বিশ্বাসের ভিত দুর্বল হয়ে যেত। কংগ্রেস সহ একাধিক বিরোধী দল মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আদতে বিজেপিকে মদত জোগানোর অভিযোগ তুললেও সেই বার্তাকে ভুল প্রমাণ করতেই তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে উপস্থিত থাকবেন এই বৈঠকে।
advertisement
advertisement
বিরোধীদের তরফে কে দেশের আগামী রাষ্ট্রপতি প্রার্থী হবেন সেই নিয়ে এখনই নিশ্চিত করে কোনও সূত্র মারফতই খবর মেলেনি। শরদ পাওয়ারের নাম নিয়ে গুঞ্জন উঠলেও তিনি পরে জানিয়ে দেন, সক্রিয় রাজনীতিতে যুক্ত থাকতেই স্বচ্ছন্দ্য তিনি। এমনকি জম্মু কাশ্মীরের নেতা ফারুক আবদুল্লাও জানিয়েছেন জম্মু কাশ্মীরের এহেন টালমাটাল পরিস্থিতিতে রাজনীতিতে সক্রিয় ভাবে তাঁর অংশগ্রহণ দরকার। ফলে বিরোধীদের রাষ্ট্রপতি পদপ্রার্থী কে হতে চলেছেন তা জানতে আপাতত মঙ্গলবারের বিরোধী দলীয় বৈঠকের দিকেই চোখ দেশের রাজনৈতিক মহলের।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
TMC Abhishek Banerjee: মমতা বন্দ্যোপাধ্যায় নন, রাষ্ট্রপতি প্রার্থী বাছতে বিরোধীদের বৈঠকে যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement