গলির মধ্যে অরবিন্দ কেজরিওয়ালের মুখে তরল ছুড়ে আক্রমণ! আটক অভিযুক্ত, কী উদ্দেশ্য খতিয়ে দেখছে পুলিশ
- Published by:Tias Banerjee
- news18 bangla
Last Updated:
Arvind Kejriwal attacked: ঘটনায় তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে আম আদমি পার্টি। স্থানীয় বিধায়ক সৌরভ ভরদ্বাজ জানিয়েছেন এটা অরবিন্দ কেজরিওয়ালকে আহত করা একটি প্রয়াস। তরলটি তাঁর মুখও পুড়িয়ে দিতে পারত।
নয়া দিল্লি: দিল্লিতে আম আদমি পার্টির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালের মুখের উপরে তরল ছিটিয়ে দিল এক ব্যক্তি। দিল্লির গ্রেটার কৈলাশের সাবিত্রীনগর অঞ্চলে পদযাত্রা করছিলেন কেজরিওয়াল। সেই সময় এই ঘটনা ঘটে। তরল ছিটিয়ে দিয়েছে যে ব্যক্তি তাকে আটক করেছে দিল্লি পুলিশ।
এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে আম আদমি পার্টি। স্থানীয় বিধায়ক সৌরভ ভরদ্বাজ জানিয়েছেন এটা অরবিন্দ কেজরিওয়ালকে আহত করা একটি প্রয়াস। তরলটি তাঁর মুখও পুড়িয়ে দিতে পারত।
advertisement
শনিবার সন্ধ্যায় দক্ষিণ দিল্লির শেখ সরাই এলাকায় পদযাত্রার সময় দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়ালের দিকে তরল ছুড়ে মারার অভিযোগ রয়েছে। ঘটনাস্থলে উপস্থিত নিরাপত্তাকর্মীরা ওই ব্যক্তিকে আটক করে।
advertisement

ঘটনাটি ঘটেছিল যখন কেজরিওয়াল, গ্রেটার কৈলাশ বিধায়ক এবং দিল্লির মন্ত্রী সৌরভ ভরদ্বাজের সঙ্গে একটি সরু গলিতে হাঁটছিলেন, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছিলেন। দুই নেতার দুই পাশে দড়ি বেঁধে ভিড় নিয়ন্ত্রণ করেন পুলিশ সদস্যরা।
আরও পড়ুন- এয়ারপোর্টে খুলে নেওয়া হল অন্তর্বাসও! ভিতরে এ কী…? যা দেখা গেল, তাতে ঘাম ছুটে গেল অফিসারদের!
দিল্লি পুলিশ, একটি বিবৃতিতে বলেছে যে AAP দ্বারা আয়োজিত পদযাত্রা মালভিয়া নগর এলাকায় অনুমতি ছাড়াই হয়েছিল, যেখানে কেজরিওয়াল প্রধান অতিথি ছিলেন। ডিসিপি দক্ষিণ, অঙ্কিত চৌহান বলেন, “ভিড় নিয়ন্ত্রণের জন্য যথাযথ পুলিশ মোতায়েন থাকা সত্ত্বেও, ৫টা ৫০ নাগাদ কেজরিওয়ালের উপর তরল ছোড়ার চেষ্টা হয়। খানপুর ডিপোর বাস মার্শাল অশোক ঝা এই কাজ করে। পুলিশ ঝাকে আটক করে এবং তাকে আটক করায় প্রচেষ্টাটি অবিলম্বে ব্যর্থ হয়। তার ক্রিয়াকলাপের পিছনে উদ্দেশ্যগুলি তদন্তাধীন রয়েছে। ”
Location :
Kolkata,West Bengal
First Published :
November 30, 2024 8:21 PM IST