দুর্নীতি গোপন করতেই এই সিদ্ধান্ত, সিবিআই নিষেধাজ্ঞায় দুই রাজ্যকে তোপ জেটলির
Last Updated:
#নয়াদিল্লি: সিবিআইকে রাজ্যে প্রবেশ না করতে দেওয়ার প্রসঙ্গে এবার অন্ধ্রপ্রদেশ ও পশ্চিমবঙ্গ সরকারকে বিঁধলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। চন্দ্রবাবু ও মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার নিশ্চয় কিছু গোপন করছে ও সেই আতঙ্ক থেকেই এই ধরনের সিদ্ধান্ত নিয়েছে তাঁরা, জানিয়েছেন জেটলি ।
দুর্নীতি সংক্রান্ত বিষয়ে রাজ্যের কোনও সার্বভৌমত্ব নেই । রাজ্যে সিবিআই অফিসারদের না ঢুকতে দিলে আর্থিক দুর্নীতির বিরুদ্ধে আয়কর কর্মীরা কীভাবে কাজ করবেন, প্রশ্ন তুলেছেন জেটলি।
সিবিআইয়ের কাজে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপের অভিযোগ খারিজ করে দিয়ে জেটলি জানিয়েছেন সিবিআই নিজে থেকে কোনও তদন্তের ভার নিতে পারে না, আদালতের নির্দেশেই তদন্তের দায়িত্ব দেওয়া হয় সিবিআইকে । সাধারণ অনুমোদন প্রত্যাহার প্রসঙ্গে তিনি বলেছেন দুই রাজ্যেই রাজনৈতিক নেতারা দুর্নীতির সঙ্গে জড়িত ও সেই কারণেই এই সিদ্ধান্ত নিয়েছে তাঁরা । সারদা-নারদা প্রসঙ্গ তুলেও তিনি পশ্চিমবঙ্গ সরকারকে কটাক্ষ করেন। সিবিআই না থাকলে এই ধরনের দুর্নীতি কোনওদিনই প্রকাশ্যে আসত না, মত জেটলির।
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 18, 2018 7:33 AM IST