Jammu Kashmir: চাকা পিছলে ৭০০ ফুট গিরিখাতে সেনা ট্রাক! দুমড়ে মুচড়ে যাওয়া গাড়ি থেকে উদ্ধার ৩ জওয়ানের দেহ, মর্মান্তিক দুর্ঘটনা জম্মু-কাশ্মীরের রামবাণে

Last Updated:

সংবাদমাধ্যম সূত্রে খবর, এইদিন সকাল সাড়ে এগারোটা নাগাদ ব্যাটারি চশমা এলাকা থেকে থেকে সেনার একটি ট্রাক জম্মু কাশ্মীরের ৪৪ নম্বর জাতীয় সড়ক ধরে রওনা দেয়। কিন্তু, পথেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে ট্রাকটি আর তারপরেইএই দুর্ঘটনাটি ঘটে।

৭০০ ফুট গভীর গিরিখাতে সেনা ট্রাক! ভয়াবহ দুর্ঘটনা রামবাণে!
৭০০ ফুট গভীর গিরিখাতে সেনা ট্রাক! ভয়াবহ দুর্ঘটনা রামবাণে!
রামবাণ: জম্মু কাশ্মীরের রামবাণে মর্মান্তিক দুর্ঘটনার কবলে পড়ল সেনার একটি কনভয়। গাড়ির চাকা পিছলে গিয়ে সোজা ৭০০ ফুট নীচে গিয়ে পড়ল গাড়ি। এই দুর্ঘটনায় নিহত হয়েছেন তিনজন জওয়ান। সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, রবিবার রামবাণে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
সংবাদ মাধ্যম সূত্রে খবর, এইদিন সকাল সাড়ে এগারোটা নাগাদ ব্যাটারি চাসমা এলাকা থেকে থেকে সেনার একটি ট্রাক জম্মু কাশ্মীরের ৪৪ নম্বর জাতীয় সড়ক ধরে রওনা দেয়। কিন্তু, পথেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে ট্রাকটি এবং এই দুর্ঘটনাটি ঘটে।
advertisement
advertisement
দুর্ঘটনার পরে উদ্ধারকাজে নামে সেনা, রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং স্থানীয়রা। সকলের সহায়তায় ৭০০ ফুট গভীর গিরিখাতে ওই ট্রাক এবং মৃতদেহগুলি উদ্ধার সম্ভব হয়।
মৃতদের দেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে। এই দুর্ঘটনায় মৃতেরা হলেন, সিপাহি অমিত কুমার, সুজিত কুমার এবং মান বাহাদুর। সূত্রের খবর, দুর্ঘটনার অভিঘাতে গাড়িটি দুমড়ে মুচড়ে গিয়েছে। এর আগেও মার্চ মাসেও শাক সবজি পরিবহণ করার সময় একই ভাবে চাকা পিছলে গিরিখাতে গাড়ি পড়ে গিয়ে দুই জওয়ানের মৃত্যু হয়েছিল।
বাংলা খবর/ খবর/দেশ/
Jammu Kashmir: চাকা পিছলে ৭০০ ফুট গিরিখাতে সেনা ট্রাক! দুমড়ে মুচড়ে যাওয়া গাড়ি থেকে উদ্ধার ৩ জওয়ানের দেহ, মর্মান্তিক দুর্ঘটনা জম্মু-কাশ্মীরের রামবাণে
Next Article
advertisement
Ajker Rashifal: রাশিফল ১৪ সেপ্টেম্বর, ২০২৫: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল ১৪ সেপ্টেম্বর, ২০২৫: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ
  • রাশিফল ১৪ সেপ্টেম্বর, ২০২৫

  • দেখে নিন আপনার আজকের দিন কেমন যাবে ?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement