বিষ বাতাস, AQI 434, দেখা যাচ্ছে না কিছু...দিল্লিতে জারি কমলা সতর্কতা, বাতিল ১৭৭ বিমান
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
বিষ বাতাসে দমবন্ধ হয়ে আসছে দেশের রাজধানী দিল্লির। শুক্রবার এই ধোঁয়াশার ফলে বিমান চলাচলে সমস্যা হয়েছে। এই সময় দূষণের মাত্রা 'তীব্র' পর্যায়ে ছিল। আবহাওয়া দফতর সূত্রে খবর সপ্তাহহান্তে এই অবস্থা আরও তীব্র হবে।
নয়াদিল্লি: বিষ বাতাসে দমবন্ধ হয়ে আসছে দেশের রাজধানী দিল্লির। শুক্রবার এই ধোঁয়াশার ফলে বিমান চলাচলে সমস্যা হয়েছে। এই সময় দূষণের মাত্রা ‘তীব্র’ পর্যায়ে ছিল। আবহাওয়া দফতর সূত্রে খবর সপ্তাহহান্তে এই অবস্থা আরও তীব্র হবে।
এই প্রবল ধোঁয়াশার ফলে ৭০০-টিরও বেশি বিমান প্রভাবিত হয়েছে। একইসঙ্গে ১৭৭টি বিমান বাতিল ঘোষণা করা হয়েছে।
এরপরেই আবহাওয়া দফতরের পক্ষ থেকে কমলা সতর্কতা জারি করা হয়েছে। শনিবার সকালে ঘন কুয়াশায় ঢেকে যায় গোটা শহর।
advertisement
এই প্রসঙ্গে আবহাওয়া দফতর থেকে জানানো হয়, ভোরের দিকে শহরে ঘন কুয়াশার চাদর থাকলেও রাতের দিকেও হালকা কুয়াশা থাকবে।।
advertisement
শুক্রবার, সফদরজং এলাকায় দৃশ্যমানতা শূন্যতে নেমে আসে। ভোর সাড়ে পাঁচটায় পালাম এলাকায় ৫০ মিটারের কাছাকাছি নেমে আসে অন্যদিকে বিবেক বিহারের কাছে একিউআই ৪৩৪ পৌঁছে যায়, আনন্দ বিহারে বাতাসে একিউআই পৌঁছে যায় ৪৩০।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Dec 20, 2025 11:06 AM IST










