Andhra Pradesh Temple Incident: প্রচণ্ড, প্রবল চাপ...মন্দিরে দুর্ঘটনায় মৃত ৯, কী ভাবে ঘটল দুর্ঘটনা? জানাল পুলিশ
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
অন্ধপ্রদেশের শ্রীকাকুলামের একটি মন্দিরে পদপিষ্ট হয়ে মৃত বহু। একাদশী উপলক্ষে কাসিবুগ্গার ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে শনিবার প্রবল ভিড় জমান ভক্তরা।
হায়দরাবাদ: মন্দিরটিতে বড়জোর ৩০০০ থেকে ৫০০০ ভক্ত সমাগম হলে তা সামলানোর মতো ক্ষমতা ছিল৷ সেখানে শনিবার কার্তিক মাসের একাদশী তিথি উপলক্ষে ভক্তের সংখ্যা পৌঁছে গিয়েছিল ২৫, ০০০৷ অন্ধ্রপ্রদেশের কাশিবুগ্গা জেলার ভেক্টটেশ্বর স্বামী মন্দিরে ‘পদপিষ্ট’ হয়ে ৯ জনের মৃত্যুর ঘটনার পিছনে সামনে আসছে একের পর এক অনিয়মের কথা৷ যদিও ঘটনাকে ‘পদপিষ্ট’ বলতে নারাজ স্থানীয় পুলিশ প্রশাসন৷
শ্রীকাকুলাম জেলার পুলিশ সুপার জানিয়েছেন, একাদশীর উৎসব চলছিল৷ তাতেই ভক্ত সমাগত বেশি হয়েছিল৷ এর উপরে মন্দিরের ৬ ফুট লম্বা রেলিং ভেঙে গেলে ভক্তদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়ে যায়৷ পুলিশ সুপার বলেন, ‘‘এটা পদপিষ্ট হওয়ার ঘটনা নয়, দুর্ঘটনা৷ একটা ৬ ফুটের রেলিং ভেঙে গিয়ে এই পরিস্থিতি তৈরি হয়৷’’ এছাড়া, মন্দিরের ভিতরে ঢোকা-বেরনোর পথ একটাই ছিল বলে জানা গিয়েছে৷ পাশাপাশি, মন্দির চত্বরে নির্মাণকাজও চলছিল৷
advertisement
advertisement
অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নায়ডু জানিয়েছেন, কাশিবুগ্গা শহরে বেসরকারি ভাবে তৈরি হওয়া ভেঙ্কটেশ্বর মন্দিরে কার্তিক মাসে প্রবল ভিড় হওয়ায় একটি ঘটনা ঘটেছে৷ নায়ডু জানিয়েছেন, ওই মন্দির কর্তৃপক্ষ পুলিশের কাছ থেকে কোনও নিরাপত্তা চায়নি৷ নাহলে নিরাপত্তা জনিত ব্যবস্থা করা যেত৷
advertisement
অন্ধপ্রদেশের শ্রীকাকুলামের একটি মন্দিরে পদপিষ্ট হয়ে মৃত বহু। একাদশী উপলক্ষে কাসিবুগ্গার ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে শনিবার প্রবল ভিড় জমান ভক্তরা। সেই ভিড়ের চাপেই ঘটেছে পদদলিত হওয়া ঘটনা। ঠিক কতজনের মৃত্যু হয়েছে এই ঘটনায় সে সম্পর্কে এখনও কিছুই জানা যায়নি। প্রাথমিক ভাবে জানা গিয়েছে মৃতের সংখ্যা প্রায় ৯। মর্মান্তিক এই ঘটনায় ইতিমধ্যে শোক প্রকাশ করেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু।
advertisement
অন্ধ্রপ্রদেশের রাজ্যপালের দফতর একটি বিবৃতিতে ঘটনার জন্য শোকপ্রকাশ করেছে। বিবৃতিতে জানান হয়েছে, ভক্তদের প্রবল ভিড়ের কারণেই ঘটেছে এই ঘটনা। সূত্রের খবর, অন্ধ্রপ্রদেশের মন্ত্রী নারা লোকেশ ঘটনাস্থলে পৌঁছবেন। ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাশাপাশি, মৃতদের পরিবারের জন্য ২ লক্ষ এবং আহতদের জন্য ৫০,০০০ টাকার ক্ষতিপূরণ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Andhra Pradesh
First Published :
November 01, 2025 4:18 PM IST

