Stampede At Venkateswara Swamy Temple: ভক্তদের প্রবল ভিড়, ঠেলাঠেলি! অন্ধ্রপ্রদেশের ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে পদপিষ্ট হয়ে মৃত কমপক্ষে ৯

Last Updated:

Stampede At Venkateswara Swamy Temple: অন্ধপ্রদেশের শ্রীকাকুলামের একটি মন্দিরে পদপিষ্ট হয়ে মৃত বহু। একাদশী উপলক্ষে কাসিবুগ্গার ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে শনিবার প্রবল ভিড় জমান ভক্তরা।

ভক্তদের প্রবল ভিড়, ঠেলাঠেলি! অন্ধ্রপ্রদেশের ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে পদপিষ্ট হয়ে মৃত বহু
ভক্তদের প্রবল ভিড়, ঠেলাঠেলি! অন্ধ্রপ্রদেশের ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে পদপিষ্ট হয়ে মৃত বহু
শ্রীকাকুলাম: অন্ধপ্রদেশের শ্রীকাকুলামের একটি মন্দিরে পদপিষ্ট হয়ে মৃত বহু। একাদশী উপলক্ষে কাসিবুগ্গার ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে শনিবার প্রবল ভিড় জমান ভক্তরা। সেই ভিড়ের চাপেই ঘটেছে পদদলিত হওয়া ঘটনা। ঠিক কতজনের মৃত‍্যু হয়েছে এই ঘটনায় সে সম্পর্কে এখনও কিছুই জানা যায়নি। প্রাথমিক ভাবে জানা গিয়েছে মৃতের সংখ‍্যা প্রায় ৯। মর্মান্তিক এই ঘটনায় ইতিমধ‍্যে শোক প্রকাশ করেছেন অন্ধ্রপ্রদেশের মুখ‍্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু।
অন্ধ্রপ্রদেশের রাজ‍্যপালের দফতর একটি বিবৃতিতে ঘটনার জন‍্য শোকপ্রকাশ করেছে। বিবৃতিতে জানান হয়েছে, ভক্তদের প্রবল ভিড়ের কারণেই ঘটেছে এই ঘটনা। সূত্রের খবর, অন্ধ্রপ্রদেশের মন্ত্রী নারা লোকেশ ঘটনাস্থলে পৌঁছবেন। ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাশাপাশি, মৃতদের পরিবারের জন‍্য ২ লক্ষ এবং আহতদের জন‍্য ৫০,০০০ টাকার ক্ষতিপূরণ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী।
advertisement
advertisement
সূত্রের খবর, অন্ধ্রপ্রদেশের সরকারের পক্ষ থেকে জানান হয়েছে যে, মন্দিরটি ব্যক্তিগতভাবে পরিচালিত হয়, ইনডাউনমেন্ট ডিপার্টমেন্টের অধীনে নয়। পাশাপাশি আয়োজকরা সমাবেশের জন্য অনুমোদন নেননি এবং যেখানে ভক্তরা জড়ো হয়েছিলেন সেই এলাকা এখনও নির্মাণাধীন ছিল বলেই জানা গিয়েছে। অন্ধ্রের মুখ‍্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু জানিয়েছেন যে তিনি এই ঘটনায় ‘শোকাহত’। ‘‘এটি খুবই মর্মান্তি যে ভক্তরা এই দুর্ভাগ্যজনক ঘটনায় মারা গিয়েছেন। আমি শোকাহত পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা জানাচ্ছি’’, এক্স হ‍্যান্ডেলে পোস্ট করেছেন তিনি।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Stampede At Venkateswara Swamy Temple: ভক্তদের প্রবল ভিড়, ঠেলাঠেলি! অন্ধ্রপ্রদেশের ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে পদপিষ্ট হয়ে মৃত কমপক্ষে ৯
Next Article
advertisement
Monthly Horoscope November 2025: রাশিফল নভেম্বর ২০২৫: দেখে নিন এই মাস নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল নভেম্বর ২০২৫: দেখে নিন এই মাস নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • রাশিফল নভেম্বর ২০২৫

  • দেখে নিন এই মাস কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement