Migratory Bird: বিদেশ থেকে উড়ে আসে এই শীতেই! পূর্বস্থলীর চুপি পাখিরালয়ের এই ৫ আকর্ষনীয় পরিযায়ী পাখি নজর কাড়ছে

Last Updated:
East Bardhaman News: বিভিন্ন ধরনের পরিযায়ী পাখি দেখা যায় পূর্ব বর্ধমানের চুপি পাখিরালয়ে। শীতকালে ভিড় জমায় ঝাঁক ঝাঁক পাখি।
1/5
পারপেল মুরহেন (Purple Moorhen) একটি মাঝারি আকারের জলচর পাখি, যার দেহে নীলচে-বেগুনি রঙের ঝলক ও লাল ঠোঁট বিশেষ বৈশিষ্ট্য। সাধারণত জলাভূমি, ধানখেত ও কাদাজলে ভরা ঘাসঝোপে এদের দেখা যায়। খোলা জায়গায় হাঁটাহাঁটি করে কচি ঘাস, কচুরিপানা, জলজ উদ্ভিদের কোঁড়া খেতে পছন্দ করে। বংশবিস্তারের সময় এরা ভাসমান বা জলের ধারে লুকোনো বাসা তৈরি করে ৩–৬টি ডিম পাড়ে। এই পাখি চুপিতে দেখা যায় শীতকালে। তথ্য ও ছবি: বনোয়ারীলাল চৌধুরী
পারপেল মুরহেন (Purple Moorhen) একটি মাঝারি আকারের জলচর পাখি, যার দেহে নীলচে-বেগুনি রঙের ঝলক ও লাল ঠোঁট বিশেষ বৈশিষ্ট্য। সাধারণত জলাভূমি, ধানখেত ও কাদাজলে ভরা ঘাসঝোপে এদের দেখা যায়। খোলা জায়গায় হাঁটাহাঁটি করে কচি ঘাস, কচুরিপানা, জলজ উদ্ভিদের কোঁড়া খেতে পছন্দ করে। বংশবিস্তারের সময় এরা ভাসমান বা জলের ধারে লুকোনো বাসা তৈরি করে ৩–৬টি ডিম পাড়ে। এই পাখি চুপিতে দেখা যায় শীতকালে। তথ্য ও ছবি: বনোয়ারীলাল চৌধুরী
advertisement
2/5
পেইন্টেড স্নাইপ (Painted Snipe) একটি লাজুক জলচর পাখি, যা কাদাজমি, জলাভূমি ও ধানখেতে বেশি দেখা যায়। স্ত্রী পাখিটি বেশি রঙিন ও আকর্ষণীয়, পাখিজগতে যা বেশ বিরল। এরা কাদা থেকে পোকামাকড়, কীট ও ছোট শামুক তুলে খায় এবং পুরুষই ডিম তা থেকে ছানা লালন-পালন করে। ভারতসহ দক্ষিণ এশিয়া ও দক্ষিণ–পূর্ব এশিয়ার বহু দেশে এই প্রজাতির বিস্তৃতি রয়েছে। তথ্য ও ছবি: বনোয়ারীলাল চৌধুরী
পেইন্টেড স্নাইপ (Painted Snipe) একটি লাজুক জলচর পাখি, যা কাদাজমি, জলাভূমি ও ধানখেতে বেশি দেখা যায়। স্ত্রী পাখিটি বেশি রঙিন ও আকর্ষণীয়, পাখিজগতে যা বেশ বিরল। এরা কাদা থেকে পোকামাকড়, কীট ও ছোট শামুক তুলে খায় এবং পুরুষই ডিম তা থেকে ছানা লালন-পালন করে। ভারতসহ দক্ষিণ এশিয়া ও দক্ষিণ–পূর্ব এশিয়ার বহু দেশে এই প্রজাতির বিস্তৃতি রয়েছে। তথ্য ও ছবি: বনোয়ারীলাল চৌধুরী
advertisement
3/5
কটন পিগমি গোস (Cotton Pygmy Goose)বিশ্বের অন্যতম ছোট হাঁসজাতীয় জলচর পাখি। দক্ষিণ এশিয়া, দক্ষিণ–পূর্ব এশিয়া ও অস্ট্রেলিয়ার কিছু অঞ্চলে দেখা যায়। ছোট পুকুর, বিল, হ্রদ ও জলাশয়ে ভেসে শৈবাল, জলজ উদ্ভিদ ও ছোট প্রাণী খায়। সবুজ-কালো মাথা ও সাদা বুকের জন্য সহজেই চেনা যায়। চুপি পাখিরালয়ে এই পাখির দেখা পাওয়া যায়।তথ্য ও ছবি: বনোয়ারীলাল চৌধুরী
কটন পিগমি গোস (Cotton Pygmy Goose)বিশ্বের অন্যতম ছোট হাঁসজাতীয় জলচর পাখি। দক্ষিণ এশিয়া, দক্ষিণ–পূর্ব এশিয়া ও অস্ট্রেলিয়ার কিছু অঞ্চলে দেখা যায়। ছোট পুকুর, বিল, হ্রদ ও জলাশয়ে ভেসে শৈবাল, জলজ উদ্ভিদ ও ছোট প্রাণী খায়। সবুজ-কালো মাথা ও সাদা বুকের জন্য সহজেই চেনা যায়। চুপি পাখিরালয়ে এই পাখির দেখা পাওয়া যায়।তথ্য ও ছবি: বনোয়ারীলাল চৌধুরী
advertisement
4/5
পার্পেল হিরণ (Purple Heron) একটি মাঝারি আকারের দীর্ঘ পা-ওয়ালা জলচর পাখি, যা সাধারণত জলাজমি, ধানখেত ও পুকুরের ধারে দেখা যায়। এর রং গাঢ় লালচে-বেগুনি ও ধূসর মিশ্রিত, যা এটিকে সহজেই আলাদা করে তোলে। মাছ, ব্যাঙ, জলজ পোকামাকড় শিকার করতে এটি স্থির দাঁড়িয়ে থাকে বা ধীরে ধীরে হাঁটে। ইউরোপ, আফ্রিকা ও এশিয়ার বহু দেশে এই পাখি বিস্তৃতভাবে ছড়িয়ে রয়েছে।তথ্য ও ছবি: বনোয়ারীলাল চৌধুরী
পার্পেল হিরণ (Purple Heron) একটি মাঝারি আকারের দীর্ঘ পা-ওয়ালা জলচর পাখি, যা সাধারণত জলাজমি, ধানখেত ও পুকুরের ধারে দেখা যায়। এর রং গাঢ় লালচে-বেগুনি ও ধূসর মিশ্রিত, যা এটিকে সহজেই আলাদা করে তোলে। মাছ, ব্যাঙ, জলজ পোকামাকড় শিকার করতে এটি স্থির দাঁড়িয়ে থাকে বা ধীরে ধীরে হাঁটে। ইউরোপ, আফ্রিকা ও এশিয়ার বহু দেশে এই পাখি বিস্তৃতভাবে ছড়িয়ে রয়েছে।তথ্য ও ছবি: বনোয়ারীলাল চৌধুরী
advertisement
5/5
রেড ক্রেস্টেড পচার্ড (Red-crested Pochard) একটি আকর্ষণীয় জলচর হাঁস, পুরুষ পাখির মাথা উজ্জ্বল লালচে-কমলা ও ঠোঁট লাল হওয়ায় সহজেই চেনা যায়। ইউরোপ, মধ্য এশিয়া ও ভারতীয় উপমহাদেশের হ্রদ, পুকুর ও শান্ত জলাশয়ে এদের দেখা মেলে। এরা মূলত জলজ উদ্ভিদ, শৈবাল ও মাঝে মাঝে ছোট জলজ প্রাণী খায়। শীতকালে চুপির ছাড়িগঙ্গায় দেখা যায় এই পাখি।তথ্য ও ছবি: বনোয়ারীলাল চৌধুরী
রেড ক্রেস্টেড পচার্ড (Red-crested Pochard) একটি আকর্ষণীয় জলচর হাঁস, পুরুষ পাখির মাথা উজ্জ্বল লালচে-কমলা ও ঠোঁট লাল হওয়ায় সহজেই চেনা যায়। ইউরোপ, মধ্য এশিয়া ও ভারতীয় উপমহাদেশের হ্রদ, পুকুর ও শান্ত জলাশয়ে এদের দেখা মেলে। এরা মূলত জলজ উদ্ভিদ, শৈবাল ও মাঝে মাঝে ছোট জলজ প্রাণী খায়। শীতকালে চুপির ছাড়িগঙ্গায় দেখা যায় এই পাখি।তথ্য ও ছবি: বনোয়ারীলাল চৌধুরী
advertisement
advertisement
advertisement