Andhra Chief Minister Injured: রোড শো চলাকালীন আহত! ঢিলের ঘায়ে কপাল ফাটল অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগন্মোহনের

Last Updated:

Andhra Chief Minister Injured: আহত হওয়ার পরেও কাজ থেমে থাকেনি। প্রাথমিক চিকিৎসার পরই ফের পুরো উদ্যমে রোড শো করতে নেমে পড়েন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী।

অন্ধ্রপ্রদেশ: প্রচারে বেরিয়ে আহত অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী তথা ওয়াইএসআরসিপি প্রধান জগন্মোহন রেড্ডি।রোড শো চলাকালীন উড়ে আসা ঢিলের ঘায়ে আহত তিনি। কপালের বাঁ পাশে সামান্য কেটে গিয়েছে।
শুধু জগন্মোহন নন, যুবজন শ্রমিক রাইথু কংগ্রেস পার্টির ভেল্লামপল্লি শ্রীনিবাস রাও-ও আহত হয়েছেন রোড শোয়ে। তাতে যদিও কাজ থেমে থাকেনি। প্রাথমিক চিকিৎসার পরই ফের পুরো উদ্যমে রোড শো করতে নেমে পড়েন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী।
সিং নগরের বিবেকানন্দ স্কুল সেন্টারে বাসে করে জনসংযোগ করার সময় পাথরটি এসে আঘাত করে মুখ্যমন্ত্রীর কপালে। সিএমও থেকে এমনটাই বিবৃতি দেওয়া হয়েছে। ওয়াইএসআরসিপি নেতারা দাবি করেছেন যে, তেলেগু দেশম পার্টির কর্মীরা হামলায় জড়িত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক্স (অতীতে ট্যুইটার নামে পরিচিত)-এ একটি পোস্টে মুখ্যমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন।
advertisement
advertisement
advertisement
জগন্মোহনের উপর হামলার ঘটনা মানতে পারছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। এক্স (অতীতে ট্যুইটার নামে পরিচিত)-এ তিনি লেখেন, ‘জগন্মোহনজির উপর হামলার কথা শুনে স্তম্ভিত। তাঁর দ্রুত আরোগ্য কামনা করি।’
বাংলা খবর/ খবর/দেশ/
Andhra Chief Minister Injured: রোড শো চলাকালীন আহত! ঢিলের ঘায়ে কপাল ফাটল অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগন্মোহনের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement