Iran Israel tension: ইজরায়েলে যখন তখন হামলা চালাতে পারে ইরান, ভারতীয়দের সাবধান করে দিল বিদেশমন্ত্রক

Last Updated:

ইরান এবং ইজরায়েলের মধ্যে সংঘাত ক্রমশই তীব্র আকার ধারণ করছে৷ এমন কি, দু দেশের মধ্যে যুদ্ধের মতো পরিস্থিতির সম্ভাবনাও তৈরি হয়েছে৷

ইরান-ইজরায়েল সংঘাত চরমে৷
ইরান-ইজরায়েল সংঘাত চরমে৷
নয়াদিল্লি: ইরান এবং ইজরায়েলে না যাওয়ার জন্য ভারতীয়দের পরামর্শ দিল বিদেশমন্ত্রক৷ শুধু তাই নয়, ওই দুই দেশে বসবাসকারী ভারতীয়দেরও অবিলম্বে সংশ্লিষ্ট ভারতীয় দূতাবাসে নিজেদের নাম নথিভুক্ত করারও পরামর্শ দিয়েছে বিদেশমন্ত্রক৷
ইরান এবং ইজরায়েলের মধ্যে সংঘাত ক্রমশই তীব্র আকার ধারণ করছে৷ এমন কি, দু দেশের মধ্যে যুদ্ধের মতো পরিস্থিতির সম্ভাবনাও তৈরি হয়েছে৷ সেই পরিপ্রেক্ষিতেই ভারতীয়দের এই পরামর্শ দিল বিদেশমন্ত্রক৷
আরও পড়ুন: মিনি টর্নেডো বিধ্বস্ত গ্রামের জন্য ‌বড় ঘোষণা মমতার! শুনেই খুশির হাওয়া বার্নিশ গ্রামে
advertisement
ভারতীয় বিদেশমন্ত্রকের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমান পরিস্থিতিতে সব ভারতীয়দেরই ইরান এবং ইজরায়েলে না যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে৷ যাঁরা ওই দুই দেশে রয়েছেন তাঁরা সংশ্লিষ্ট দূতাবাসে যোগাযোগ করে নিজেদের নাম নথিভুক্ত করান৷
advertisement
এর পাশাপাশি ওই দুই দেশে বসবাসকারী ভারতীয়দের চূড়ান্ত সতর্কতা অবলম্বনেরও পরামর্শ দিয়েছে বিদেশমন্ত্রক৷ প্রয়োজন ছাড়া বাইরে না বেরনোরও পরামর্শ দেওয়া হয়েছে৷
ইতিমধ্যেই নিজেদের দেশের নাগরিকদের ইরান, ইজরায়েল, লেবানন এবং প্যালেস্তাইনে না যাওয়ার পরামর্শ দিয়েছে ফ্রান্স৷ ইজরায়েলে অবস্থিত মার্কিন দূতাবাসের পক্ষ থেকেও জানানো হয়েছে, নিরাপত্তাজনিত আশঙ্কা থেকেই নিজেদের কূটনীতিকদের গতিবিধি নিয়ন্ত্রণ করছে তারা৷ জার্মান বিমানসংস্থাও তেহরানে যাতায়াতকারী সমস্ত বিমান পরিষেবা সাময়িক বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে৷
advertisement
মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ-এর দাবি অনুযায়ী, শুক্রবারের মধ্যেই ইজরায়েলের মিলিটারি ঘাঁটিগুলিতে হামলা চালাতে পারে ইরান৷ সেই উদ্দেশ্যে অন্তত ১০০টি ড্রোন এবং মিসাইল প্রস্তুত রেখেছে তারা৷
আবার ইরান সরকারের ঘনিষ্ঠ এক কর্তা মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালকে জানিয়েছেন, ইজরায়েলকে আক্রমণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না নেওয়া হলেও যাবতীয় প্রস্তুতি সেরে রাখা হচ্ছে৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Iran Israel tension: ইজরায়েলে যখন তখন হামলা চালাতে পারে ইরান, ভারতীয়দের সাবধান করে দিল বিদেশমন্ত্রক
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement