Anant Ambani-Radhika Merchant’s Pre-Wedding Festivities: ‘আমার ছোট ছেলের কথা বললে…’, অনন্ত-রাধিকার প্রাক বিবাহ অনুষ্ঠানে দুটি মনস্কামনার কথা জানালেন নীতা আম্বানি

Last Updated:

শুক্রবার থেকে অনন্ত-রাধিকার প্রাক বিবাহ অনুষ্ঠান উপলক্ষ্যে গুজরাতের জামনগরে ভিড় জমাচ্ছেন সারা বিশ্বের ভিভিআইপি-রা। ছোট ছেলের প্রাক বিবাহের এই শুভ মুহূর্তে দুটি মনস্কামনার কথা জানালেন নীতা

Nita Ambani
Nita Ambani
গুজরাত, জামনগর: শিল্প ও সংস্কৃতি রিলায়েন্স ফাউন্ডেশনের চেয়ারপার্সন নীতা আম্বানির জীবনের অবিচ্ছেদ্য অংশ। শুক্রবার থেকে অনন্ত-রাধিকার প্রাক বিবাহ অনুষ্ঠান উপলক্ষ্যে গুজরাতের জামনগরে ভিড় জমাচ্ছেন সারা বিশ্বের ভিভিআইপি-রা। ছোট ছেলের প্রাক বিবাহের এই শুভ মুহূর্তে দুটি মনস্কামনার কথা জানালেন নীতা।
একটি ভিডিওতে নীতা আম্বানি বলেন, ‘শিল্প ও সংস্কৃতি সারা জীবন আমায় অনুপ্রেরণা জুগিয়েছে। আমাকে গভীরভাবে অনুপ্রাণিত করেছে। এই বিষয়ে আমি খুব উৎসাহী’।
এরপর তিনি যোগ করেন, ‘রাধিকার সঙ্গে যখন আমার ছোট ছেলে অনন্তর বিয়ে ঠিক হল, আমার দুটো ইচ্ছা ছিল। প্রথমত, আমি আমাদের শিকড় উদযাপন করতে চেয়েছিলাম। জামনগর আমার হৃদয়ের খুব কাছের। এর গভীর তাৎপর্য রয়েছে। গুজরাত, যেখানে আমরা এসেছি, মুকেশ (আম্বানি) এবং ওঁর বাবা মিলে শোধনাগার তৈরি করেছিলেন। এই শুষ্ক মরুভূমির মতো এলাকাটিকে আমি সবুজ জনপদে পরিণত হতে দেখেছি। আমার কর্মজীবন শুরু হয়েছে এখানে। দ্বিতীয়ত, এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের শিল্প ও সংস্কৃতিকে শ্রদ্ধা জানাতে চেয়েছিলাম। যাতে প্রতিভাবান সৃজনশীলদের হাত, হৃদয় এবং কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে আমাদের ঐতিহ্য এবং সংস্কৃতি ফুটে উঠবে’।
advertisement
advertisement
ভিডিওটিতে জামনগরের কারিগর এবং জনপদগুলির বিশেষ ঝলক দেখানো হয়েছে। শেষ হয়েছে নীতা আম্বানির বক্তব্য দিয়ে। সেখানে রিলায়েন্স ফাউন্ডেশনের চেয়ারপার্সনকে বলতে শোনা যাচ্ছে, ‘ভারতের পবিত্র ভূমির প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করি। যার দুটি স্তম্ভ, সংস্কৃতি এবং পরম্পরা’।
রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর মুকেশ আম্বানি ও রিলায়েন্স ফাউন্ডেশনের চেয়ারপার্সন, সমাজসেবী নীতা আম্বানির কনিষ্ঠ পুত্র ২৮ বছর বয়সী অনন্ত আম্বানি গাঁটছড়া বাঁধছেন শিল্পপতি বীরেন মার্চেন্টের কন্যা রাধিকা মার্চেন্টের সঙ্গে। এই বছরের শেষ দিকে বিয়ের আয়োজন করা হলেও গুজরাতের জামনগরে ১ মার্চ থেকে ৩ মার্চ পর্যন্ত বসছে তিনদিনের প্রাক বিবাহ বাসর।
advertisement
প্রাক বিবাহ বাসর যেন দেশি-বিদেশি অতিথিদের চাঁদের হাট। রিপোর্ট অনুযায়ী আমন্ত্রিতদের তালিকায় রয়েছেন মেটা সিইও মার্ক জুকারবার্গ, মরগান স্ট্যানলি সিইও টেড পিক, মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস, ডিজনির সিইও বব ইগার, ব্ল্যাকরকের সিইও ল্যারি ফিঙ্ক, অ্যাডনক সিইও সুলতান আহমেদ আল জাবের, ইএল রথসচাইল্ডের চেয়ারম্যান লিন ফরেস্টার ডি রথসচাইল্ড ছাড়াও আর অনেক ভিভিআইপি, বিশেষ করে ভারতের টাইকুন এবং বিনোদন জগতের হোমরা-চোমড়ারা।
advertisement
অনুষ্ঠানে যোগ দিতে রিহানা, শাহরুখ খান, সলমন খান, রণবীর সিং, দীপিকা পাড়ুকোন এবং আরও কয়েকজন সেলিব্রিটি ইতিমধ্যেই জামনগরে পৌঁছে গিয়েছেন। প্রাক বিবাহ অনুষ্ঠানের জন্য অতিথিদের হাতে তুলে দেওয়া হয়েছে ৯ পাতার ইভেন্ট গাইড এবং ওয়ার্ড্রোব প্ল্যানার।
তিন দিনের প্রাক বিবাহ অনুষ্ঠানের প্রথম দিনকে ‘ইভনিং ইন এভারল্যান্ড’ নাম দেওয়া হয়েছে। এই দিনের ড্রেস কোড হল ‘এলিগ্যান্ট ককটেল’। দ্বিতীয় দিনের ড্রেস কোড ‘জঙ্গল ফিভার’। অন্তিম দিনে দুটি ইভেন্ট। প্রথমটি ‘টাস্কার ট্রেইলস’, ড্রেস কোড ‘ক্যাজুয়াল চিক’। জামনগরের সবুজ পরিবেশের সঙ্গে মানানসই। দ্বিতীয় ইভেন্ট ‘হস্তাক্ষর’। ঐতিহ্যবাহী ভারতীয় পোশাকে সাজবেন অতিথিরা।
বাংলা খবর/ খবর/দেশ/
Anant Ambani-Radhika Merchant’s Pre-Wedding Festivities: ‘আমার ছোট ছেলের কথা বললে…’, অনন্ত-রাধিকার প্রাক বিবাহ অনুষ্ঠানে দুটি মনস্কামনার কথা জানালেন নীতা আম্বানি
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement