Anant Ambani-Radhika Merchant's Pre-Wedding Festivities: রাত পোহালেই উৎসব... 'নক্ষত্রখচিত' জামনগর, পৌঁছলেন রিহানা, দেখুন ভিডিও

Last Updated:

১ মার্চ থেকে ৩ মার্চ পর্যন্ত চলবে রাজকীয় উদযাপন। গুজরাতের জামনগরে এখন চাঁদের হাট । শুধু বলিউড নয়, হলিউড থেকেও বহু তারকা সামিল হয়েছেন অনন্ত-রাধিকার শুভদিনে

গুজরাত, জামনগর: রাত পোহালেই রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানির কনিষ্ঠ পুত্র অনন্ত আম্বানি এবং শিল্পপতি বীরেন মার্চেন্টের মেয়ে রাধিকা মার্চেন্ট-এর প্রাক বিবাহ অনুষ্ঠান। কাউন্ডডাউন শুরু হয়ে গিয়েছে। ১ মার্চ থেকে ৩ মার্চ পর্যন্ত চলবে রাজকীয় উদযাপন। গুজরাতের জামনগরে এখন চাঁদের হাট । শুধু বলিউড নয়, হলিউড থেকেও বহু তারকা সামিল হয়েছেন অনন্ত-রাধিকার শুভদিনে।
বুধবার জনপ্রিয় আন্তর্জাতিক পপ-গায়িকা রিহানাও হাজির হয়েছেন জামনগর-এ। ৯ বার গ্র্যামি বিজেতা রিহানা ও তাঁর দল-কে দেখা যায় এয়ারপোর্টের বাইরে বার হতে। রিহানা বেছে নিয়েছিলেন কালো বডি-হাগিং শার্ট। অনন্ত-রাধিকার প্রাক-বিবাহ অনষ্ঠানে পারফর্ম করবেন রিহানা।
দেখুন ভিডিও–
advertisement
advertisement
অনন্ত-রাধিকার আনন্দে সামিল হতে ইতিমধ্যেই জামনগরে পা দিয়েছেন আমেরিকান গায়ক জে ব্রাউন এবং জনপ্রিয় র‍্যাপার নিকি মিনাজের মিউজিক্যাল ডিরেক্টর অ্যাডাম ব্ল্যাকস্টোন। পাপারাৎজিদের ক্যামেরাবন্দি ছবি এবং ভিডিও-য় দেখা যায় যে, সাদা রঙের হুডি এবং বেইজ কার্গোতে কুল এবং ক্যাজুয়াল অবতারে বিমানবন্দর থেকে বেরিয়ে আসছেন মার্কিন গায়ক জে ব্রাউন। আর অন্য দিকে, ব্ল্যাকস্টোন বেছে নিয়েছিলেন অল-ব্ল্যাক লুক।
advertisement
ইতিমধ্যেই জামনগরে উপস্থিত হয়েছেন সপরিবারে শাহরুখ খান। স্ত্রী গৌরী, ছেলে আরিয়ানো মেয়ে সুহানাকে নিয়ে আনন্দে মেতে উঠেছেন কিং খান। বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার হয়েছে, যেখানে দেখা যাচ্ছে, একটি জাঁ-চকচকে গাড়ি এগিয়ে চলেছে অনুষ্ঠানের ভেন্যুর দিকে। গাড়ির পিছনের সিটে বসে শাহরুখ ও গৌরি। কিং খানের পরণে কালো শার্ট, চোখে কালো গ্লেয়ার। গাড়িরসামনের চিটে বসে সুহানা ও আরিয়ান। সুহানাও বেছেছেন কালো পোশাক,চোখে কালো সানগ্লাস। বলা বাহুল্য, ভিডিওটি ভাইরাল হতে সময় নেয়নি। জামনগরে পৌঁছে গিয়েছেন রানি মুখোপাধ্যায়, দীপিকা পাড়ুকোন, রণবীর কাপুর, বনি কাপুর ও অয়ন মুখোপাধ্যায়-ও।
বাংলা খবর/ খবর/দেশ/
Anant Ambani-Radhika Merchant's Pre-Wedding Festivities: রাত পোহালেই উৎসব... 'নক্ষত্রখচিত' জামনগর, পৌঁছলেন রিহানা, দেখুন ভিডিও
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement