Amritsar Golden Temple: 'ভয়ঙ্কর বোমা বিস্ফোরণ হবে'! স্বর্ণমন্দিরে পর পর তিনদিনে ৩ বার হুমকি, বাড়ল নিরাপত্তা
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Amritsar Golden Temple: বুধবার ফের অমৃতসরের স্বর্ণমন্দির কমপ্লেক্সে বোমা বিস্ফোরণের হুমকি দেওয়া হয়েছে। তিন দিনের মধ্যে এটি তৃতীয়বার হুমকি এল।
অমৃতসর: বুধবার ফের অমৃতসরের স্বর্ণমন্দির কমপ্লেক্সে বোমা বিস্ফোরণের হুমকি দেওয় হয়েছে। তিন দিনের মধ্যে এটি তৃতীয়বার হুমকি এল। নিরাপত্তা তল্লাশির অংশ হিসেবে স্বর্ণ মন্দির প্রাঙ্গণে ডগ স্কোয়াড মোতায়েন করা হয়েছে। বাড়ানো হল নিরাপত্তা।
শিরোমণি গুরুদ্বারা প্রবন্ধক কমিটির (এসজিপিসি) সচিব প্রতাপ সিং অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। সোম ও মঙ্গলবারও স্বর্ণমন্দিরে বোমার হুমকি আসে।
আরও পড়ুন: ডিভিসির জলে বন্যার আশঙ্কা বাংলার ৪ জেলায়! ফের ডিভিসিকে কড়া ইমেইল ক্ষুব্ধ নবান্নের
সোমবার রাতে অমৃতসরের কমিশনার গুরপ্রীত সিং ভুল্লার বোমা হামলার হুমকির অভিযোগ পাওয়ার বিষয়টি স্বীকার করেছেন। তিনি বলেন, ”এসজিপিসির তরফে অভিযোগ মেলার পরেই স্বর্ণমন্দির এবং সংলগ্ন এলাকায় পুলিশি নিরাপত্তা বাড়ানো হয়েছে। নির্দেশ দেওয়া হয়েছে তদন্তের।”
advertisement
advertisement
আরও পড়ুন: ছাত্রছাত্রীদের জন্য ৭৫,০০০ টাকার স্কলারশিপ, কী কী সুবিধা? কারা পাবেন? সময় থাকতে আবেদন করুন
অমৃতসরের সাংসদ গুরজিৎ সিং আউজলা সোমবার রাতে বলেন, ”শ্রী হরমন্দির সাহেব (স্বর্ণ মন্দির) আরডিএক্স দিয়ে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে একটি ইমেল এসেছে। এটি কেবল একটি ধর্মস্থানকে হুমকি নয়। এটি শান্তি, বিশ্বাস এবং মানবতার উপর আক্রমণ। আমি মাননীয় মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের কাছে অবিলম্বে অপরাধীদের বিরুদ্ধে পদক্ষেপের দাবি জানাচ্ছি।”
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 16, 2025 2:02 PM IST