PM Scholarship Scheme 2025: ছাত্রছাত্রীদের জন্য ৭৫,০০০ টাকার স্কলারশিপ, কী কী সুবিধা? কারা পাবেন? সময় থাকতে আবেদন করুন
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
PM Scholarship Scheme 2025: সম্প্রতি ২০২৫ সালের স্কলারশিপের স্ট্যাটাস প্রকাশ করা হয়েছে। তাই আপনি যদি একজন আবেদনকারী হন বা আবেদন করতে ইচ্ছুক হন তাহলে এখনই দেখে নিন এই স্কিমের সমস্ত খুঁটিনাটি তথ্য।
দেশের বহু মেধাবী ছাত্রছাত্রী আর্থিক সমস্যার কারণে উচ্চশিক্ষা থেকে বঞ্চিত হন। ছাত্রছাত্রীদের জন্য কেন্দ্র সরকার চালু করেছে নতুন একটি স্কলারশিপ। সমস্ত পড়ুয়াদের পাশে দাঁড়াতে কেন্দ্রীয় সরকার প্রতি বছর চালু করে থাকে একাধিক স্কলারশিপ প্রকল্প। সেই তালিকায় অন্যতম গুরুত্বপূর্ণ এবং জনপ্রিয় প্রকল্প হল PM Scholarship Scheme বা প্রধানমন্ত্রী স্কলারশিপ প্রকল্প ২০২৫।
advertisement
advertisement
প্রধানমন্ত্রী স্কলারশিপ স্কিম ২০২৫: মূল উদ্দেশ্য কী? প্রধানমন্ত্রী স্কলারশিপ প্রকল্পটি মূলত তৈরি হয়েছে সেইসব ছাত্রছাত্রীদের জন্য, যারা উচ্চপ্রযুক্তি বা পেশাদার কোর্সে বা কলেজ গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্রেজুয়েশন ভর্তি হয়েছেন এবং যাঁরা বিভিন্ন পিছিয়ে পড়া শ্রেণি, সেনা/প্যারামিলিটারি কর্মীদের সন্তান, কিংবা RPF (Railway Protection Force) কর্মীদের সন্তান। এই স্কিমের মাধ্যমে প্রতিবছর হাজার হাজার ছাত্রছাত্রী তাদের পছন্দের পড়াশোনা চালিয়ে যেতে সক্ষম হন। আর্থিক দিক থেকে দুর্বল পরিবারের মেধাবী ছাত্রছাত্রীরা এই প্রকল্পের মাধ্যমে পড়াশোনার খরচ নির্বিঘ্নে চালিয়ে যেতে পারেন।
advertisement
স্কলারশিপের পরিমাণ ও সুবিধা কী?ছাত্র ₹২,৫০০ (মাসিক) ₹৩০,০০০ (বার্ষিক) ₹৭৫,০০০ (৩ বছরে)ছাত্রী ₹৩,০০০ (মাসিক) ₹৩৬,০০০ (বার্ষিক) ₹৭৫,০০০ (২+ বছরে)RPF ছেলে ₹২,০০০ (মাসিক) ₹২৪,০০০ (বার্ষিক) নির্ভর করেRPF মেয়ে ₹২,২৫০ (মাসিক) ₹২৭,০০০ (বার্ষিক) নির্ভর করে (এই টাকা DBT (Direct Benefit Transfer)-এর মাধ্যমে সরাসরি ছাত্রছাত্রীদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়।)
advertisement
এই স্কলারশিপ মূলত সেইসব ছাত্রছাত্রীদের জন্য প্রযোজ্য যাঁরা, সেনা, আধাসামরিক বাহিনী, RPF কর্মীদের সন্তান, OBC, MBC, SC/ST অথবা অনগ্রসর শ্রেণির অন্তর্গত, উচ্চশিক্ষা বা পেশাদার কোর্সে ভর্তি হয়েছেন, ১২ শ্রেণিতে ৬০% বা তার বেশি নম্বর পেয়েছেন। এই প্রকল্পের মাধ্যমে ছাত্রছাত্রীরা তাদের B.Tech, MBBS, MBA, MCA, BBA, BDS, B.Sc (Nursing) ইত্যাদি বিভিন্ন পেশাদার ডিগ্রি অর্জনের পথে এগিয়ে যেতে পারেন।
advertisement
advertisement
advertisement
advertisement