Uri Attack: শহীদ ১৮ জওয়ানের মধ্যে ২ জন এ রাজ্যের
Last Updated:
#নয়াদিল্লি: উরিতে সেনাঘাঁটিতে জঙ্গি হামলায় শহীদ হয়েছে ১৮ জন ৷ তাদের মধ্যে ২ জন এ রাজ্যের ৷ ভারতীয় সেনার তরফে প্রকাশ করা তালিকা থেকে এই তথ্য জানা গিয়েছে । এরাজ্যের দুই শহীদ জওয়ান হলেন বিশ্বজিত ঘড়াই ও জি দলাই ৷ বিশ্বজিত গঙ্গাসাগরের বাসিন্দা ৷ অন্যদিকে শহিদ জি দলাই হাওড়ার মুন্সিরহাট যমুনাবালির বাসিন্দা ৷ সোমবারই ২ শহিদের মৃতদেহ আনা হবে কলকাতায় ৷ এদিন দেহ তুলে দেওয়া হবে তাঁদের পরিবারের হাতে ৷
রবিবার জম্মু কাশ্মীরের উরি সেক্টরের সেনা ছাউনিতে ভয়াবহ হামলা চালায় জঙ্গিরা ৷ দীর্ঘ আড়াই ঘণ্টার লড়াইয়ের পর চার জঙ্গিকে খতম করতে সফল হয়েছে সেনা ৷ ভোর ৫:২০ নাগাদ হামলা চালায় তিন চারজনের একটি জঙ্গি দল ৷ সেনা ক্যাম্পে ঢুকে এলোপাথারি গুলি চালাতে থাকে জঙ্গিরা ৷ দু’পক্ষের মধ্যে শুরু হয় গুলির লড়াই ৷
advertisement
সোমবার দিল্লিতে উরি জঙ্গিহানার ঘটনায় উচ্চপর্যায়ের বৈঠক করবেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং ৷ সকাল ১০টায় ডাকা হয়েছে বৈঠক ৷ বৈঠকে উপস্থিত থাকবেন প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিক্কর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ৷ থাকবেন RAW, IB, BSF, CRPF শীর্ষ কর্তারা, প্রতিরক্ষা ও স্বরাষ্ট্র মন্ত্রকের সচিবরা ৷ সকালেই প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
advertisement
করে বিস্তারিত রিপোর্ট দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী ৷ ঘটনার নিন্দা করে ট্যুইট করেছেন দেশের রাজনৈতিক মহল ৷
advertisement
উরি হামলার তীব্র নিন্দা করেছেন দেশের প্রাক্তন সেনা ও কূটনীতিকরা ৷ হামলার সমালোচনা করে, তাঁরা স্পষ্টই জানিয়ে দিলেন, এই হামলার বিরুদ্ধে ভারতের গর্জে ওঠা উচিত ৷ সংবাদ সংস্থার খবর অনুযায়ী, প্রাক্তন নেতারা স্পষ্টই জানিয়েছেন, জম্মু-কাশ্মীরের উরি হামলার পিছনে যে পাকিস্তানের হাত রয়েছে তা স্পষ্টই ৷ এরকমই মত প্রকাশ করেছেন প্রাক্তন লেফটেনেন্ট জেনারেল রাজ কাদিয়ান জানিয়েছেন, ‘এবার অন্তত ভারতের কড়া পদক্ষেপ নেওয়া উচিত ৷ অনেক হয়েছে পাকিস্তানকে কড়া বার্তা দেওয়ার সময় এসেছে ৷’
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 19, 2016 10:30 AM IST