Uri Attack: শহীদ ১৮ জওয়ানের মধ্যে ২ জন এ রাজ্যের

Last Updated:
#নয়াদিল্লি: উরিতে সেনাঘাঁটিতে জঙ্গি হামলায় শহীদ হয়েছে ১৮ জন ৷ তাদের মধ্যে ২ জন এ রাজ্যের ৷ ভারতীয় সেনার তরফে প্রকাশ করা তালিকা থেকে এই তথ্য জানা গিয়েছে । এরাজ্যের দুই শহীদ জওয়ান হলেন বিশ্বজিত ঘড়াই ও  জি দলাই ৷ বিশ্বজিত গঙ্গাসাগরের বাসিন্দা ৷ অন্যদিকে শহিদ জি দলাই হাওড়ার মুন্সিরহাট যমুনাবালির বাসিন্দা ৷ সোমবারই ২ শহিদের মৃতদেহ আনা হবে কলকাতায় ৷ এদিন দেহ তুলে দেওয়া হবে তাঁদের পরিবারের হাতে ৷
রবিবার জম্মু কাশ্মীরের উরি সেক্টরের সেনা ছাউনিতে ভয়াবহ হামলা চালায় জঙ্গিরা ৷ দীর্ঘ আড়াই ঘণ্টার লড়াইয়ের পর চার জঙ্গিকে খতম করতে সফল হয়েছে সেনা ৷ ভোর ৫:২০ নাগাদ হামলা চালায় তিন চারজনের একটি জঙ্গি দল ৷ সেনা ক্যাম্পে ঢুকে এলোপাথারি গুলি চালাতে থাকে জঙ্গিরা ৷ দু’পক্ষের মধ্যে শুরু হয় গুলির লড়াই ৷
advertisement
সোমবার দিল্লিতে উরি জঙ্গিহানার ঘটনায় উচ্চপর্যায়ের বৈঠক করবেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং ৷ সকাল ১০টায় ডাকা হয়েছে বৈঠক ৷ বৈঠকে উপস্থিত থাকবেন প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিক্কর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ৷ থাকবেন RAW, IB, BSF, CRPF শীর্ষ কর্তারা, প্রতিরক্ষা ও স্বরাষ্ট্র মন্ত্রকের সচিবরা ৷ সকালেই প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
advertisement
করে বিস্তারিত রিপোর্ট দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী ৷  ঘটনার নিন্দা করে ট্যুইট করেছেন দেশের রাজনৈতিক মহল ৷
advertisement
উরি হামলার তীব্র নিন্দা করেছেন দেশের প্রাক্তন সেনা ও কূটনীতিকরা ৷ হামলার সমালোচনা করে, তাঁরা স্পষ্টই জানিয়ে দিলেন, এই হামলার বিরুদ্ধে ভারতের গর্জে ওঠা উচিত ৷ সংবাদ সংস্থার খবর অনুযায়ী, প্রাক্তন নেতারা স্পষ্টই জানিয়েছেন, জম্মু-কাশ্মীরের উরি হামলার পিছনে যে পাকিস্তানের হাত রয়েছে তা স্পষ্টই ৷ এরকমই মত প্রকাশ করেছেন প্রাক্তন লেফটেনেন্ট জেনারেল রাজ কাদিয়ান জানিয়েছেন, ‘এবার অন্তত ভারতের কড়া পদক্ষেপ নেওয়া উচিত ৷ অনেক হয়েছে পাকিস্তানকে কড়া বার্তা দেওয়ার সময় এসেছে ৷’
বাংলা খবর/ খবর/দেশ/
Uri Attack: শহীদ ১৮ জওয়ানের মধ্যে ২ জন এ রাজ্যের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement