Amit Shah attacks TMC: 'বিরোধীদের সরিয়ে দিয়ে রাজ্য শাসন করে না বিজেপি', সংসদে তৃণমূলকে তীব্র আক্রমণ শাহের

Last Updated:

বাংলায় সাম্প্রতিক হিংসাত্মক ঘটনা (Rampurhat Violence) এবং ভোট পরবর্তী হিংসার অভিযোগ তুলে ধরে এ দিন রাজ্য সরকার এবং শাসক দল তৃণমূলের (TMC) বিরুদ্ধে সুর চড়ান শাহ (Amit Shah)৷

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷
#দিল্লি: লোকসভায় তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah attacks TMC)৷ বাংলার হিংসার প্রসঙ্গ টেনে এনে তৃণমূলকে খোঁচা দিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'বিরোধীদের হত্যা করে বিজেপি কোনও রাজ্যে শাসন করে না৷'
বাংলায় সাম্প্রতিক হিংসাত্মক ঘটনা (Rampurhat Violence) এবং ভোট পরবর্তী হিংসার অভিযোগ তুলে ধরে এ দিন রাজ্য সরকার এবং শাসক দল তৃণমূলের (TMC) বিরুদ্ধে সুর চড়ান শাহ৷ অমিত শাহ বলেন, 'আমরাও সর্বত্র নির্বাচনে লড়তে চাই৷ কিন্তু বিজেপি নির্বাচনে লড়ে আদর্শ, কর্মসূচি এবং কী কাজ করেছে তার ভিত্তিতে৷ তৃণমূলও গোয়ায় ভোটে লড়তে গিয়েছিল৷ কিন্তু আমরা বিরোধী নেতাদের খুন করে, মহিলাদের ধর্ষণ করে কোনও রাজ্যে শাসন করি না৷'
advertisement
advertisement
প্রসঙ্গত উল্লেখ্য, রামপুরহাটের ঘটনার পর অমিত শাহের কাছে অভিযোগ জানিয়েছিলেন বিজেপি-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার৷ পাল্টা তৃণমূলের প্রতিনিধি দলও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করে তাঁকে বেশ কিছু তথ্য দিয়েছিল৷
advertisement
তৃণমূলের পাশাপাশি এ দিন কংগ্রেসকেও নিশানা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী৷ কংগ্রেসকে আক্রমণ করতে গিয়ে জরুরি অবস্থার প্রসঙ্গ টেনে আনেন শাহ৷ তাঁর দাবি, ভয় থেকেই তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গাঁধি জরুরি অবস্থা জারি করেছিলেন৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'আমরা কোনও নির্বাচনের মুখোমুখি হতে ভয় পাই না৷ কিন্তু কীভাবে ভয় পেয়ে গিয়ে জরুরি অবস্থা জারি করা হয়েছিল, সেই ইতিহাসও আমাদের জানা৷'
advertisement
অরবিন্দ কেজরীওয়ালের দল আপ-এর উত্থানকেও যে বিজেপি ভয় পাচ্ছে না, তাও স্পষ্ট করে দিয়েছেন শাহ৷ পঞ্জাবে ক্ষমতায় এসেছে আপ৷ কিন্তু অমিত শাহ দাবি করেন, 'উত্তর প্রদেশের সব আসনে আপ-এর জামানত জব্দ হয়েছে৷ উত্তরাখণ্ডেও সব আসনে হেরেছে তারা, মণিপুরে তো ভোটেই লড়েনি৷ গোয়াতেও হারের মুখ দেখেছে আপ৷'
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Amit Shah attacks TMC: 'বিরোধীদের সরিয়ে দিয়ে রাজ্য শাসন করে না বিজেপি', সংসদে তৃণমূলকে তীব্র আক্রমণ শাহের
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement