Nitish Kumar: রাজ্যসভায় যাচ্ছেন নীতীশ কুমার? বিহারের মুখ্যমন্ত্রীর মন্তব্যে তুমুল শোরগোল
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Nitish Kumar: বুধবার সকালে, নীতীশ কুমার বিহার বিধানসভায় তাঁর অফিসে সাংবাদিকদের বলেছেন, তিনিও কোনও এক সময়ে রাজ্যসভার সদস্য হতে চান।
#পাটনা: বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের (Nitish Kumar) মন্তব্যে শোরগোল। সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় রাজ্যসভায় যাওয়ার জল্পনা উসকে দিলেন বিহারের মুখ্যমন্ত্রী। বিহারে বিজেপি-র সঙ্গে জোট করে সরকার চালাচ্ছেন তিনি। সেই তিনিই বুধবার জানান, তিনি কোনও দিন রাজ্যসভায় যেতে চান। এর অর্থ হল দুই সমসাময়িক - লালু যাদব এবং সুশীল মোদি - যারা সংসদ এবং বিধানসভার সমস্ত কক্ষের সদস্য ছিলেন তাদের রেকর্ডের সঙ্গে নিজেকেও মিলিয়ে দিতে চাইছেন নীতীশ কুমার।
বুধবার সকালে, নীতীশ কুমার বিহার বিধানসভায় তাঁর অফিসে সাংবাদিকদের বলেছেন, তিনিও কোনও এক সময়ে রাজ্যসভার সদস্য হতে চান। এখনও পর্যন্ত, তিনি বিহার বিধানসভা, বিধান পরিষদ এবং লোকসভার সদস্য হয়েছেন।
সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় নীতীশ কুমারের করা মন্তব্য নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। ১৬ বছর ধরে বিহারের মুখ্যমন্ত্রী থাকা নীতিশ কুমার একটি নতুন ভূমিকার জন্য আগ্রহী। এটা এখন ওপেন সিক্রেট যে তিনি ভাইস প্রেসিডেন্টের পদে বসতেও কিছু কম আগ্রহী নন। যে পদটি আগামী কয়েকদিনের মধ্যে শূন্য হয়ে যাবে।
advertisement
advertisement
নীতীশ কুমারকে জিজ্ঞাসা করা হয়েছিল, তিনি নালন্দা থেকে সংসদে প্রতিদ্বন্দ্বিতা করার কথা বিবেচনা করছেন কি না, যেহেতু তিনি এখন বিলুপ্ত লোকসভা কেন্দ্র বারহ সফর করছেন, যেখান থেকে তিনি পাঁচবার জিতেছেন। বারহের প্রধান অংশ এখন নালন্দায়। যদিও নীতীশ কুমারের জবাব, "তেমন কোনও সুযোগ নেই"। কিন্তু তিনি রাজ্যসভার সদস্য হতে চান কিনা জানতে চাইলে নীতীশ কুমার বলেন, "রাজ্যসভায় যেতে আমার আপত্তি নেই কিন্তু আপাতত, মুখ্যমন্ত্রীর দায়িত্ব আমার আছে। আমি ১৬ বছরেরও বেশি সময় ধরে মুখ্যমন্ত্রী। তাই আমি ঠিক জানি না..."
advertisement
নীতীশ কুমারের এহেন ইচ্ছাকে রাজনৈতিক মহলে বিভিন্নভাবে ব্যাখ্যা করা হচ্ছে। বিহারের এনডিএ নেতাদের একাংশের মতে, তিনি ইতিমধ্যেই দিল্লিতে একটি লোভনীয় 'অফারের' ইঙ্গিত পেয়েছেন বা তিনি বিজেপি নেতৃত্বের দিকে এমন একটি ধারণা এগিয়ে দিচ্ছেন যে, তিনি দিল্লিতে যেতে প্রস্তুত। তবে তা উল্লেখযোগ্য কিছুর জন্য।
advertisement
নীতীশ কুমার ২০২০ সালের বিহার বিধানসভা নির্বাচনে টানা দ্বিতীয় বারের মেয়াদে জিতেছেন কিন্তু বিজেপি-নেতৃত্বাধীন জোটে তাঁর দল বিজেপির থেকে কম আসন পেয়েছে। এবং সামগ্রিকভাবে বিহারে তৃতীয় স্থানে রয়েছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 30, 2022 8:31 PM IST