২৪ ফেব্রয়ারি থেকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ (Russia-Ukraine War) শুরু হয়েছে। একাধিকবার আলোচনার পরও যুদ্ধ থামার কোনও লক্ষণ নেই। আর রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir Putin)কে সেই কারণেই কাঠগড়ায় তুলেছেন বিশ্বের একটা বড় অংশ। তাঁদের মতে, পুতিনের আগ্রাসী নীতি ও ক্ষমতার দম্ভের কারণেই চলছে এই যুদ্ধ।
১৯৯৬ সালে মারা গিয়েছেন বাবা ভাঙ্গা। তার আগেই তিনি বলে গিয়েছিলেন, একদিন পৃথিবীর শাসক হবেন ভ্লাদিমির পুতিন। পুতিনের জীবনীকার ভ্যালেনতিন সিদোরভ জানিয়েছেন, ১৯৭৯ সালে তাঁর সঙ্গে ভাঙ্গা বাবার দেখা হয়েছিল। ভাঙ্গা নাকি তখন তাঁকে বলেছিলেন, ‘সব কিছু গলে জল হয়ে যাবে। শুধু রাশিয়া টিকে থাকবে। আর টিকে থাকবে পুতিনের গরিমা। কেউ আটকাতে পারবে না রাশিয়াকে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আগামী দিনে ‘বিশ্বের ভগবান’ হিসেবে উঠে আসবেন।’