Mamata Banerjee: আমার জেলা সভাপতির নাম কেন, অনুব্রতর পাশে দাঁড়িয়ে দার্জিলিং থেকে ক্ষোভ মমতার
- Published by:Uddalak B
- news18 bangla
Last Updated:
Mamata Banerjee: মমতা সাংবাদিকদের মুখোমুখি হয়ে বুধবার বলেন, রামপুরহাট নিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে পূর্ণমাত্রায় আমরা সমর্থন করছি।
#শিলিগুড়ি: দার্জিলিং থেকে রামপুরহাটের বিষয় নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপাতত উত্তরবঙ্গ সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী। দার্জিলিংয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি রামপুরহাট নিয়ে মুখ খোলেন। প্রশ্ন তোলেন রামপুরহাট ঘুরে বিজেপির দেওযা রিপোর্ট নিয়ে। মুখ্যমন্ত্রীর অভিযোগ, বিজেপির রিপোর্ট সামগ্রিক ভাবে ঘটনার তদন্তকে প্রভাবিত করতে পারে। এ ছাড়া বিজেপির রিপোর্টে নাম দেওয়া হয়েছে বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের। সেই নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন: কোন পথে বিজেপি-র বিরুদ্ধে লড়াই, মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠিতে পড়ল শোরগোল
মমতা সাংবাদিকদের মুখোমুখি হয়ে বুধবার বলেন, রামপুরহাট নিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে পূর্ণমাত্রায় আমরা সমর্থন করছি। সম্প্রতি ভাদু শেখের হত্যার ঘটনায় আরও তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। মমতা সে কথা উল্লেখ করে বলেন, আমরাই ভাদু শেখের মৃত্যুর তদন্ত করে আরও তিন জনকে গ্রেফতার করেছি। আমার মনে হয়, বিজেপির এই রিপোর্ট তদন্তে প্রভাব ফেলবে। রাজনৈতিক কারণে এই প্রভাব পড়তে পারে। আমি এই গোটা বিষয়টির বিরোধিতা করছি।
advertisement
আরও পড়ুন: মালদহে অবহেলায় পড়ে ৪০০ বছর পুরনো মূর্তি, সংরক্ষণের দাবি পুরাতত্ত্ববিদদের
মমতা এর পরেই বিজেপির এই রিপোর্ট নিযে ক্ষোভ উগরে দেন। তিনি বলেন, এ ভাবে কোনও তদন্তকারী সংস্থা তদন্ত ককার সময় কোনও দলের থেকে রিপোর্ট দেওয়া আসলে মিসইউজ অফ পাওয়ার। মানুষ এতে তদন্তে আত্মবিশ্বাস হারিয়ে ফেলতে পারেন। আমি বিজেপি ও কেন্দ্রের এই আচরণের তীব্র নিন্দা করছি। বীরভূমের জেলা সভাপতি অনুব্রতর নাম কেন রয়েছে বিজেপির দেওয়া রিপোর্টে, তাই নিয়েও প্রশ্ন তোলেন মমতা।
advertisement
advertisement
মমতা বলেন, অনুব্রতের বিরুদ্ধে এই রিপোর্ট। আমার জেলা সভাপতির নাম কেন? আসলে রাজনৈতিক প্রতিহিংসা৷ কী ভাবছে বিজেপি? রোজ দাম বাড়াবে। নাটক করেছে। ছাত্রদের ব্যাপারে নজর দিচ্ছে না বিরোধী দলের সদস্যদের বিরুদ্ধে প্রতিহিংসা দেখানো হচ্ছে। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক।
Abir Ghosal
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 30, 2022 1:44 PM IST