Moon and Venus: চাঁদের কাছে শুক্র, বিরল মহাজাগতিক দৃশ্য! ভাল না খারাপ, কী প্রভাব পড়বে জীবনে
- Published by:Sanchari Kar
- local18
Last Updated:
Moon and Venus: শুক্রবার সন্ধ্যায় মহাজাগতিক দৃশ্য দেখা গেল আকাশে। চাঁদের একদম কাছে চলে এসেছিল শুক্র গ্রহ। গত ফেব্রুয়ারি চাঁদের সঙ্গে একই সরলরেখায় দেখা গিয়েছিল বৃহস্পতি এবং শুক্রকে।
অযোধ্যা: শুক্রসন্ধ্যায় শুক্রদর্শন। এমন ঘটনা বিরলই বটে! আর তা দেখেই মজে উঠল সমগ্র অযোধ্যা শহর। বাড়ল মানুষের কৌতুহল।
শুক্রবার সন্ধ্যায় মহাজাগতিক দৃশ্য দেখা গেল আকাশে। চাঁদের একদম কাছে চলে এসেছিল শুক্র গ্রহ। গত ফেব্রুয়ারি চাঁদের সঙ্গে একই সরলরেখায় দেখা গিয়েছিল বৃহস্পতি এবং শুক্রকে। এ বার চাঁদের একদম নীচে চলে এল শুক্র। পুরো বিষয়টি নিয়ে শহরের মানুষের উৎসাহ বাড়ে। অনেকে বাড়ির ছাদে উঠে খালি চোখেই সেই দৃশ্য দেখেন। কেউ কেউ আবার ছবি তুলে পোস্টও করেছেন।
advertisement
advertisement
জ্যোতিষাচার্য পণ্ডিত কলকি রাম জানিয়েছেন এটি হিন্দু নববর্ষ বিক্রম সম্বত ২০৮০। যাকে পিঙ্গলও বলা হয়। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, এই বছরের রাজা বুধ এবং মন্ত্রী শুক্র। পৃথিবী এবং শুক্রের অবস্থান কাছাকাছি। এই সময়ে ভারতে নাকি শুক্রের দশা অনুকূল। পণ্ডিত কলকি রামের দাবি, এমন চাঁদ শুধু ভারতেই দেখা গিয়েছে। দেশের প্রগতির জন্য নাকি তাই চলতি বছরটি ভাল। সনাতন ধর্মের জন্যও নাকি এই চাঁদ শুভ।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 25, 2023 8:58 AM IST








