Amla Pickle Recipe: মাত্র দুটি উপকরণেই কেল্লাফতে! তেল-মশলা ছাড়াই বানান আমলকির আচার! যেমন সুস্বাদু, তেমনই স্বাস্থ্যের জন্য উপকারী, হজমশক্তি বাড়বে নিমেষেই
- Reported by:Trending Desk
- local18
- Published by:Ananya Chakraborty
Last Updated:
Amla Pickle Recipe: তেল ও মশলা ছাড়াই তৈরি ঝাড়খণ্ডের আদিবাসী আমলকির আচার শীতকালের এক স্বাস্থ্যকর খাদ্য। লবণ ও ভিনিগারে তৈরি এই আচার হালকা, সহজপাচ্য এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে কার্যকর।
advertisement
advertisement
advertisement
advertisement
তিনি আরও ব্যাখ্যা করেন যে, এটি তৈরির জন্য প্রথমে তাজা, বড় এবং হালকা হলুদ রঙের আমলকি বেছে নেওয়া হয়। তারপর এগুলো ভালভাবে ধুয়ে কিছুক্ষণ রোদে শুকানো হয় যাতে আর্দ্রতা দূর হয়। আমলকিগুলো লবণ দিয়ে জলে হালকাভাবে সেদ্ধ করা হয়। ফোটানোর উদ্দেশ্য হলো আমলকিগুলোকে নরম করা যাতে তাদের টুকরোগুলো সহজেই আলাদা করা যায় এবং লবণ আচারের মধ্যে মিশে যায়। আমলকিগুলো নরম হয়ে গেলে সেগুলো ঠান্ডা করা হয় এবং হাত দিয়ে চেপে সেগুলো তুলে ফেলা হয়।
advertisement
advertisement
advertisement
advertisement







