হোম » ছবি » জ্যোতিষকাহন » শনি-রাহুর সংযোগ বাড়াতে পারে দুর্ভোগ,আসন্ন ৭ মাস বিশেষ সতর্কতা প্রয়োজন এই রাশিদের

Shani Nakshatra Gochar: শনি-রাহুর সংযোগ বাড়াতে পারে দুর্ভোগ, আসন্ন ৭ মাস বিশেষ সতর্কতা প্রয়োজন এই কয়েক রাশির!

  • 16

    Shani Nakshatra Gochar: শনি-রাহুর সংযোগ বাড়াতে পারে দুর্ভোগ, আসন্ন ৭ মাস বিশেষ সতর্কতা প্রয়োজন এই কয়েক রাশির!

    রাহুর রাশি শতভিষায় গোচর করেছেন শনিদেব। আগামী ১৭ অক্টোবর পর্যন্ত সেখানেই অবস্থান করবে তিনি। ফলে আসন্ন ৭ মাস বিশেষ কয়েকটি রাশির অতিরিক্ত সতর্কতা অবলম্বনের প্রয়োজন রয়েছে। তারা কারা আর কী বিপদের সম্ভাবনা রয়েছে, দেখে নেওয়া যাক একে একে।

    MORE
    GALLERIES

  • 26

    Shani Nakshatra Gochar: শনি-রাহুর সংযোগ বাড়াতে পারে দুর্ভোগ, আসন্ন ৭ মাস বিশেষ সতর্কতা প্রয়োজন এই কয়েক রাশির!

    মীন: মীনের প্রথম চরণে শনির সাড়ে সাতি চলছে। এমতাবস্থায় স্বাস্থ্যসমস্যা আগামী অক্টোবর মাস পর্যন্ত এঁদের বিড়ম্বনায় ফেলতে পারে। একই সঙ্গে এই সময়কালে নানা দিক থেকে খরচ এত বেড়ে যাবে যে তা সামাল দেওয়া একপ্রকার অসম্ভব হয়ে উঠবে। মূল্যবান দ্রব্যাদি হাতছাড়া হওয়ার এবং পারিবারিক অশান্তি বৃদ্ধি পাওয়ারও আশঙ্কা রয়েছে।

    MORE
    GALLERIES

  • 36

    Shani Nakshatra Gochar: শনি-রাহুর সংযোগ বাড়াতে পারে দুর্ভোগ, আসন্ন ৭ মাস বিশেষ সতর্কতা প্রয়োজন এই কয়েক রাশির!

    কুম্ভ: কুম্ভের প্রথম চরণে গোচর করবেন শনিদেব, ফলে সময় নানা ওঠা-পড়ার মধ্যে দিয়ে কাটবে। বেশিরভাগ সময়েই সিদ্ধান্তহীনতায় ভুগতে হতে পারে। খরচ বৃদ্ধি পাবে, বিশেষ করে স্বাস্থ্যসমস্যায় এবং ওষুধের পিছনে। জীবনসঙ্গী/সঙ্গিনীর সঙ্গে মনোমালিন্যের সম্ভাবনাও প্রবল।

    MORE
    GALLERIES

  • 46

    Shani Nakshatra Gochar: শনি-রাহুর সংযোগ বাড়াতে পারে দুর্ভোগ, আসন্ন ৭ মাস বিশেষ সতর্কতা প্রয়োজন এই কয়েক রাশির!

    বৃশ্চিক: এই রাশির ক্ষেত্রে স্থাবর এবং অস্থাবর সম্পত্তি সংক্রান্ত বিবিধ অসুবিধা শুরু হতে পারে। রক্তসংক্রান্ত অসুখে ভুগছেন যাঁরা, তাঁদের বিশেষ করে সতর্ক থাকার প্রয়োজন রয়েছে। বিবাদ এড়িয়ে চলতে হবে, পারিবারিক শান্তি বজায় রাখতে হবে। অসদুপায়ে অর্থোপার্জন বিপদ ডেকে আনতে পারে।

    MORE
    GALLERIES

  • 56

    Shani Nakshatra Gochar: শনি-রাহুর সংযোগ বাড়াতে পারে দুর্ভোগ, আসন্ন ৭ মাস বিশেষ সতর্কতা প্রয়োজন এই কয়েক রাশির!

    কন্যা: কন্যাদেরও শনিদেবের গোচর আর্থিক সমস্যার মুখে ফেলতে চলেছে। এই সময়কালে অর্থাগম কম হবে, কিন্তু খরচ বৃদ্ধি পাবে নানা দিক থেকে- অতএব বিলাসবহুল বিষয়ে ব্যয় থেকে সংযত থাকা একান্ত প্রয়োজন।

    MORE
    GALLERIES

  • 66

    Shani Nakshatra Gochar: শনি-রাহুর সংযোগ বাড়াতে পারে দুর্ভোগ, আসন্ন ৭ মাস বিশেষ সতর্কতা প্রয়োজন এই কয়েক রাশির!

    কর্কট: কর্কটে শনির ঢাইয়া দশা চলছে। এর ফলে স্বাস্থ্য নিয়ে নানা সমস্যার মুখে পড়তে হবে। শুধু স্বাস্থ্যই নয়, আরও নানা পারিবারিক কারণে খরচ বৃদ্ধি পাবে। সব মিলিয়ে, মন অশান্ত হয়ে থাকবে, সময় দুর্ভোগে কাটারই সম্ভাবনা! (প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷)

    MORE
    GALLERIES