মীন: মীনের প্রথম চরণে শনির সাড়ে সাতি চলছে। এমতাবস্থায় স্বাস্থ্যসমস্যা আগামী অক্টোবর মাস পর্যন্ত এঁদের বিড়ম্বনায় ফেলতে পারে। একই সঙ্গে এই সময়কালে নানা দিক থেকে খরচ এত বেড়ে যাবে যে তা সামাল দেওয়া একপ্রকার অসম্ভব হয়ে উঠবে। মূল্যবান দ্রব্যাদি হাতছাড়া হওয়ার এবং পারিবারিক অশান্তি বৃদ্ধি পাওয়ারও আশঙ্কা রয়েছে।
কর্কট: কর্কটে শনির ঢাইয়া দশা চলছে। এর ফলে স্বাস্থ্য নিয়ে নানা সমস্যার মুখে পড়তে হবে। শুধু স্বাস্থ্যই নয়, আরও নানা পারিবারিক কারণে খরচ বৃদ্ধি পাবে। সব মিলিয়ে, মন অশান্ত হয়ে থাকবে, সময় দুর্ভোগে কাটারই সম্ভাবনা! (প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷)