KKR's New De Villiers: নতুন ‘ডি ভিলিয়ার্স’ এবার কেকেআরে, ৩ কোটিতে নিলাম টেবল থেকে তোলা তেজস্বীর গুণ অনেক, চিনুন তরুণ তুর্কিকে
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
KKR's New De Villiers: তেজস্বী সিংয়ের বেস প্রাইস ছিল ৩০ লক্ষ টাকা, বেশ কয়েকটি ফ্রাঞ্চাইজি তাঁকে তুলে নিতে ঝাঁপিয়েছিল৷
কলকাতা: এবার প্রচুর নামীদামি খেলোয়াড়-আইপিএল নিলামে বিক্রি হননি৷ আবার প্রচুর ক্রিকেটার যাঁরা ঘরোয়া ক্রিকেটে দারুণ খেলেছেন, তা সে শুধু সৈয়দ মুস্তাক আলিই নয়, বিভিন্ন রাজ্যের ঘরোয়া ক্রিকেটেও নজর রেখেছিল ফ্রাঞ্চাইজিগুলি৷ সেইরকমই ঘরোয়া ক্রিকেটের প্লেয়ারদের তোলার ব্লু প্রিন্ট ছিল কেকেআরেরও৷ সেই ছকেই দিল্লির হয়ে খেলা তেজস্বী সিংকে আইপিএল নিলামে ৩ কোটি টাকায় কিনেছে কলকাতা নাইট রাইডার্স।
advertisement
advertisement
advertisement
advertisement







