Uttar Pradesh School Update: ফের পিছিয়ে গেল স্কুল খোলার দিন, ভোটমুখী রাজ্যে অনলাইনেই আপাতত ক্লাস

Last Updated:

বৃহস্পতিবার ঘোষণা করা হয়েছে, করোনাভাইরাসের বাড়বাড়ন্তের কারণেই আপাতত স্কুলে গিয়ে পড়াশোনা চালুর সিদ্ধান্ত পিছিয়ে দেওয়া হচ্ছে (Uttar Pradesh School Update)।

Uttar Pradesh School Update
Uttar Pradesh School Update
#লখনউ: স্কুল বন্ধ রাখার সিদ্ধান্তেই অনড় থাকল উত্তরপ্রদেশ সরকার (Uttar Pradesh School Update)। বৃহস্পতিবার ঘোষণা করা হয়েছে, করোনাভাইরাসের বাড়বাড়ন্তের কারণেই আপাতত স্কুলে গিয়ে পড়াশোনা চালুর সিদ্ধান্ত পিছিয়ে দেওয়া হচ্ছে (Uttar Pradesh School Update)। আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত উত্তরপ্রদেশের সমস্ত স্কুল বন্ধই থাকবে। অনলাইনেই চলবে পঠনপাঠন (Uttar Pradesh School Update)। সামনেই রয়েছে দশম শ্রেণির বোর্ডের পরীক্ষা, উত্তরপ্রদেশের সহকারী মুখ্য-সচিব অবনিশ কুমার আওয়াস্তি জানিয়েছেন, আপাতত অনলাইনেই চলবে সমস্ত ক্লাস।
এরই সঙ্গে জানানো হয়েছে, দশম শ্রেণির পরীক্ষা এবং দ্বাদশের বোর্ড পরীক্ষার জন্য অনলাইনেই ক্লাস চলবে। মার্চের ১০ তারিখের পর দুই বোর্ডেরই পরীক্ষা নিতে চাইছে বোর্ড। ১০ ফেব্রুয়ারি থেকে ৭ মার্চ পর্যন্ত সাত দফার বিধানসভা ভোট মেটার পরই হবে বোর্ডের পরীক্ষাগুলি। সেগুলি বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হবে। এর আগে রাজ্য সরকারের তরফে জানানো হয়েছিল, ১৬ জানুয়ারি থেকে ২৩ জানুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে। পরে তা বাড়ানো হয়েছিল ৩০ জানুয়ারি পর্যন্ত।
advertisement
advertisement
advertisement
অন্যদিকে, কোভিড পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার বৈঠকে বসে দিল্লির ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি (DDMA)। সেই বৈঠকেই একগুচ্ছ নয়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে, নয়া করোনা বিধি সংক্রান্ত নিয়ম জারি হয়েছে রাজধানীতে (Covid Restrictions Relaxed In Delhi)। দিল্লির ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি-র বৈঠকে আলোচনার পর স্থির হয়েছে, রাজধানীতে এবার সপ্তাহান্তের কার্ফু তুলে নেওয়া হবে (Covid Restrictions Relaxed In Delhi)। কয়েক সপ্তাহ আগে দিল্লিতে কোভিডের নয়া প্রজাতি ওমিক্রন সংক্রমণ ভয়াবহ আকার নিয়েছিল। মারণ ভাইরাস মোকাবিলায় জারি হয়েছিল সপ্তাহান্তের কার্ফু। এবার তা তুলে নেওয়া হল।
advertisement
আরও পড়ুন: পাবলিক সার্ভিস কমিশনের অধীনে প্রিন্সিপাল-প্রফেসর-রিডার পদে নিয়োগ চলছে, জানুন
দেশের কোভিড সংক্রমণে অবশেষে কিছুটা স্বস্তি। গত কয়েকদিনে খানিকটা হলেও নিয়ন্ত্রণে দেশের করোনা গ্রাফ (India Coronavirus Update)। যদিও বৃহস্পতিবার সামান্য বাড়ল দৈনিক সংক্রমণ (COVID cases in India)। দিনের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৮৬ হাজার ৩৮৪জন (Daily Covid-19 Cases India)। যা আগের দিনের থেকে সামান্যই বেশি। দেশের পজিটিভিটি (India Coronavirus Update) রেট অবশ্য বেড়ে হয়েছে ১৯.৫৯ শতাংশ। সেটাই বেশি চিন্তায় রাখছে চিকিৎসকদের। পরিসংখ্যান বলছে, দৈনিক করোনা আক্রান্তে (India Coronavirus Update) র সংখ্যার নিরিখে মহারাষ্ট্র খানিকটা স্বস্তির খবর শোনালেও নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে দক্ষিণের রাজ্যগুলি।
বাংলা খবর/ খবর/দেশ/
Uttar Pradesh School Update: ফের পিছিয়ে গেল স্কুল খোলার দিন, ভোটমুখী রাজ্যে অনলাইনেই আপাতত ক্লাস
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement