New Delhi: নিষিদ্ধ সমস্ত বাজি! দূষণ রোধে দীপাবলির আগে বড় সিদ্ধান্ত রাজধানীতে

Last Updated:

এছাড়াও অনলাইনে বাজির কেনাবেচার উপরেও সম্পূর্ণ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।" তিনি আরও বলেন, কোনও ধরনের ভুল ধারণা এড়ানোর জন্য, সমস্ত ধরনের বাজির উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
নয়াদিল্লি: কিছুদিন আগেই দূষণ কমাতে দিল্লিতে শীতকালে কৃত্তিম বৃষ্টির পরিকল্পনা করেছিল দিল্লি প্রশাসন। এবারে, কোনও ধরনের বাজি বিক্রি, ব্যবহারের উপর নিষেধাজ্ঞা জারি করল দিল্লি প্রশাসন। বায়ু দূষণের উপর নজর রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।
সোমবার, একটি সাংবাদিক বৈঠক করে পরিবেশ মন্ত্রী গোপাল রাই জানান, শীতকালের সময় বাজি ফাটালে তা অবস্থা আরও বিপদজনক করে দেয়। ফলে বায়ু দূষণের মাত্রা আরও বেড়ে যায়। এই জন্যেই পরের বছর পয়লা জানুয়ারি পর্যন্ত কোনও ধরনের বাজি কেনা-বেচা এবং ফাটানোর উপর নিষেধাজ্ঞা জারি করা হল।
advertisement
advertisement
এই প্রসঙ্গে তিনি বলেন, “দিল্লিতে শীতকালে বায়ুদূষণের পরিমাণ অনেকটাই বেড়ে যায়। তার মধ্যে যদি বাজি ফাটানো হয় তাহলে পরিস্থিতি আরও খারাপের দিকে যায়। ফলে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে।”
তিনি আরও বলেন, “গত বছরও একই ধরনের বিধি নিষেধ আরোপ করা হয়েছিল। এই বছরও সেই বিধিনিষেধই বহাল রাখা হবে।
advertisement
এছাড়াও অনলাইনে বাজির কেনাবেচার উপরেও সম্পূর্ণ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।”
তিনি আরও বলেন, কোনও ধরনের ভুল ধারণা এড়ানোর জন্য, সমস্ত ধরনের বাজির উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এটি পয়লা জানুয়ারি ২০২৫ পর্যন্ত বলবৎ থাকবে। একে “উইন্টার অ্যাকশন প্ল্যান” এর একটি অংশ হিসাবেও ঘোষণা করেছেন তিনি।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
New Delhi: নিষিদ্ধ সমস্ত বাজি! দূষণ রোধে দীপাবলির আগে বড় সিদ্ধান্ত রাজধানীতে
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement