Gurugram Woman Forgets Bag: অটোতে হারিয়ে গেল আধারকার্ড, প্যান কার্ড-সহ ব্যাগ, তারপর মহিলার সঙ্গে যা ঘটল

Last Updated:

তাড়াহুড়োতে ইউপিআই দিয়ে ভাড়া মিটিয়ে  নেমে যায়৷ কিন্তু অটোতে রয়ে যায় ব্যাগটি৷

মহিলা তাড়াহুড়োয় রাস্তার ধার থেকে একটা অটো বুক করে তাঁর বন্ধুর বাড়ি যান৷
মহিলা তাড়াহুড়োয় রাস্তার ধার থেকে একটা অটো বুক করে তাঁর বন্ধুর বাড়ি যান৷
গুরুগ্রাম: এক ব্যক্তি অটোতে ব্যাগ ফেলে গেলেন৷ সেই ব্যাগে ছিল আধার কার্ড, প্যান কার্ড, সোনার চেন, হিরের দুল-সহ একাধিক মূল্যবান দ্রব্য৷ তারপরই যা ঘটল তিনি তা ভাবতেও পারেন নি৷
ঘটনাটি ঘটে গুরুগ্রামে৷ এক মহিলা তাড়াহুড়োয় রাস্তার ধার থেকে একটা অটো বুক করে তাঁর বন্ধুর বাড়ি যান৷ তাড়াহুড়োতে ইউপিআই দিয়ে ভাড়া মিটিয়ে  নেমে যায়৷ কিন্তু অটোতে রয়ে যায় ব্যাগটি৷
advertisement
তাঁরা বারবার নানাভাবে চালকের কাছে পৌঁছানোর জন্য চেষ্টা করে৷ যখন সমস্ত আশা শেষ হয়ে গিয়েছে, তখনই হঠাৎ করে আশা জাগাল চালক৷
advertisement
পুলিশের পক্ষ থেকে জানানো হয়, অটোর চালক তাঁদের ব্যাগটি ফেরত দেওয়া জন্য এসেছে৷ ব্যাগে সমস্ত জিনিসও একই রকম ছিল৷
মেয়েটির বন্ধু অর্ণব চালককে ধন্যবাদ জানিয়ে পোস্ট করেছেন৷ চালকের নাম মনিরুল জামান৷ তাঁর সততাকে কুর্নিশ জানিয়েছে সোশ্যাল মিডিয়ার সকলে৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Gurugram Woman Forgets Bag: অটোতে হারিয়ে গেল আধারকার্ড, প্যান কার্ড-সহ ব্যাগ, তারপর মহিলার সঙ্গে যা ঘটল
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement