Building Collapsed: লখনউয়ে হুড়মুড় করে ভেঙে পড়ল তিনতলা বিল্ডিং, এখনও পর্যন্ত মৃত আট, আটকে পড়া বাসিন্দার খোঁজে শুরু উদ্ধারকার্য

Last Updated:

জেলা প্রশাসনের উর্দ্ধতন কতৃপক্ষ জানিয়েছেন উদ্ধারকার্য জোরকদমে চলছে৷ যাতে ধ্বংসস্তূপের নীচে কেউ যাতে আটকে না পড়ে সেইদিকেই নজর রাখা হচ্ছে৷

শনিবার বিকেলবেলা, হঠাৎ করে তিন তলার কাঠামো হুড়মুড়িয়ে ভেঙে পড়ে
শনিবার বিকেলবেলা, হঠাৎ করে তিন তলার কাঠামো হুড়মুড়িয়ে ভেঙে পড়ে
লখনউ: একটা তিনতলা বাড়ির কাঠামো ভেঙে পড়ে৷ দুর্ঘটনাটি ঘটে শনিবার বিকেল ৪টা ৩৫ মিনিটে৷ এই ঘটনায় মৃত্যু ঘটেছে অন্তত ৮ জন ব্যক্তির৷
শনিবার বিকেলবেলা, হঠাৎ করে তিন তলার কাঠামো হুড়মুড়িয়ে ভেঙে পড়ে৷ জানা গিয়েছে এই বিল্ডিংয়ের মধ্যে বেশ কয়েকটি গুদাম ও একটা মোটর ওয়ার্কশপ রয়েছে৷
advertisement
ঘটনাটি ঘটে লখনউয়ের ট্রান্সপোর্ট নগরে৷ এই ঘটনায় এখনও পর্যন্ত ৮ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত আরও ২৮।
advertisement
কর্মকর্তাদের কাছ থেকে পাওয়া খবর অনুযায়ী গোটা বিল্ডিংটাই গোডাউন হিসেবে ব্যবহার করা হত। লখনউয়ের রিলিফ কমিশনার জে এস নবিন জানায় এই ঘটনায় তিনজনকে উদ্ধার করতে সক্ষম হয়েছেন। উদ্ধারকারী ব্যক্তিরা হলেন রাজ কিশোর, রুদ্র যাদব, জাগরূপ সিং৷
advertisement
জেলা প্রশাসনের উর্দ্ধতন কতৃপক্ষ জানিয়েছেন উদ্ধারকার্য জোরকদমে চলছে৷ যাতে ধ্বংসস্তূপের নীচে কেউ আটকে না পড়ে সেইদিকেই নজর রাখা হচ্ছে৷
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে বিল্ডিংটি চার বছর আগে নির্মাণ হয়েছিল৷ শনিবার দুর্ঘটনাটি ঘটার সময় এখানে নির্মাণ-জনিত কিছু কাজ হচ্ছিল৷ যাঁরা মারা গিয়েছেন, তাঁরা বেষিরভাগই নীচের তলায় কাজ করছিলেন৷
বাংলা খবর/ খবর/দেশ/
Building Collapsed: লখনউয়ে হুড়মুড় করে ভেঙে পড়ল তিনতলা বিল্ডিং, এখনও পর্যন্ত মৃত আট, আটকে পড়া বাসিন্দার খোঁজে শুরু উদ্ধারকার্য
Next Article
advertisement
Kolkata Waterlogged: ৩৯ বছর পর এক দিনে এতটা বৃষ্টি কলকাতায়, মৃত্যু ১০ জনের ! বুধবার দিনভর আবহাওয়া কেমন থাকবে?
৩৯ বছর পর এক দিনে এতটা বৃষ্টি কলকাতায়, মৃত্যু ১০ জনের ! বুধবার দিনভর আবহাওয়া কেমন থাকবে?
  • ৩৯ বছর পর এক দিনে এতটা বৃষ্টি কলকাতায় !

  • বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ১০ জনের

  • বুধবার দিনভর আবহাওয়া কেমন থাকবে?

VIEW MORE
advertisement
advertisement