Arrested constable: ৩৪ বছর আগে ২০ টাকা ঘুষ! বিপাকে কনস্টেবল, আদালতের নির্দেশে গ্রেফতার
- Published by:Debolina Adhikari
- news18 bangla
Last Updated:
তৎকালীন রেলওয়ে ইনচার্জ ব্যাপরটি দেখেন৷ তৎক্ষনাৎ পদক্ষেপ নেয়৷ ঘুষের টাকাও উদ্ধার করা হয়৷
বাহারিয়া: ঘুষ নেওয়ার কারণে গ্রেফতার করা হয় এক প্রাক্তন পুলিশ কনস্টেবলকে৷ কিন্তু সমস্যা হল এই ঘুষ তিনি নিয়েছেন প্রায় ৩৪ বছর আগে৷ যার পরিমাণ ছিল ২০ টাকা৷ আদালতের নির্দেশে শেষ অবধি তাকে আটক করা হয়৷
আজ থেকে ৩৪ বছর আগের ঘটনা৷ ৬মে ১৯৯০ সাল, বাহারিয়া রেলওয়ে স্টেশন৷ রেলওয়ে কনস্টেবলের দায়িত্ব সামলাচ্ছিলেন সুরেশ প্রসাদ সিং৷ স্টেশনে দাঁড়িয়েছিলেন সীতা দেবী৷ মহেশখুন্টের বাসিন্দা তিনি৷ প্লাটফর্মে এক বান্ডিল সবজি নিয়ে যাচ্ছিলেন তিনি৷
advertisement
তখনই তাঁর কাছে যান সুরেশ প্রসাদ সিং৷ সীতা দেবীর অভিযোগ তখনই তাঁর কাছ থেকে ফিসফিস করে ঘুষ চান৷ শাড়ির গিট থেকে খুলে ২০ টাকা সুরেশের হাতে তুলে দিতে হয় সীতা দেবীকে৷
advertisement
যদিও তৎকালীন রেলওয়ে ইনচার্জ ব্যাপরটি দেখেন৷ তৎক্ষনাৎ পদক্ষেপ নেয়৷ ঘুষের টাকাও উদ্ধার করা হয়৷
তিন দশকেরও বেশি সময় ধরে, এই আইনি প্রক্রিয়াটি চলেছিল৷ ১৯৯৯ সাল থেকেই পলাতক ছিলেন তিনি৷ আদালতের সামনেও হাজির হননি৷ তখনই সুরেশের জামিনের বন্ড বাতিল করা হয়৷ আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে৷ টাকার পরিমাণ কম হলেও এর জন্য নিজের সমস্ত জীবন অতিবাহিত করেছেন সীতা দেবী৷ দীর্ঘসময়ের পর শেষ অবধি বিচার পেলেন তিনি৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 07, 2024 5:48 PM IST