Mumbai Airport: একটা প্লেন দাঁড়িয়ে ছিল বিমানবন্দরে, তাতে এসে ধাক্কা মারল ট্রাক! ভয়ঙ্কর কাণ্ড মুম্বইতে

Last Updated:

Mumbai Airport- আজ, সোমবার মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান সংস্থা ‘আকাশা এয়ার’-এর একটি বিমান দাঁড়িয়েছিল। হঠাৎই একটি পণ্যবাহী ট্রাক সেই দাঁড়িয়ে থাকা বিমানে গিয়ে ধাক্কা মারে।

News18
News18
মুম্বই : দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা মারল কার্গো ট্রাক! মুম্বই বিমানবন্দরে ভয়ঙ্কর ঘটনা।
আজ, সোমবার মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান সংস্থা ‘আকাশা এয়ার’-এর একটি বিমান দাঁড়িয়েছিল। হঠাৎই একটি পণ্যবাহী ট্রাক সেই দাঁড়িয়ে থাকা বিমানে গিয়ে ধাক্কা মারে। গ্রাউন্ড হ্যান্ডলারের কার্গো ট্রাকটি পার্ক করা বিমানটির কাছে আসতেই এমন ঘটনা ঘটে।
জানা গিয়েছে, বিমানের একটি ডানা ক্ষতিগ্রস্থ হয়েছে। গ্রাউন্ড হ্যান্ডলারের সঙ্গে ঘটনাটি নিয়ে কথা বলেছে বিমান সংস্থা। বিমানের একটি ডানায় ফাটল দেখা দিয়েছে। ডানার শেষ প্রান্ত ভেঙে ঢুকে যায় ট্রাকের ভিতর। ফলে ঘটনাটি ঘিরে সাময়িক হইচই পড়ে যায় বিমানবন্দর চত্বরে। তবে পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠেনি।
advertisement
advertisement
আরও পড়ুন- স্বামী-স্ত্রী কি উভয়ের ফোন রেকর্ড করতে পারে?তা গ্রহণযোগ্য?ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের
সূত্র মারফত প্রাথমিকভাবে জানা যায়, ওই ট্রাক চালাচ্ছিলেন থার্ড পার্টির মাধ্যমে নিযুক্ত এক চালক। অসতর্কতার জন্যই এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিক রিপোর্ট বলছে। তবে কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। বিমানের ক্ষয়ক্ষতির পরিমাণ কতটা, সেটাও এখনও বিস্তারিতভাবে জানানো হয়নি। ট্রাকটি বিমানের এত কাছে কীভাবে কাছে চলে এল, তা নিয়েও তদন্ত শুরু হয়েছে। ‘আকাশা এয়ার’-এর মুখপাত্র জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত বিমানটির ক্ষতির পরিমাণ খতিয়ে দেখা হবে। ট্রাকচালকের ভূমিকাও খতিয়ে দেখা হবে বলে জানান তিনি।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Mumbai Airport: একটা প্লেন দাঁড়িয়ে ছিল বিমানবন্দরে, তাতে এসে ধাক্কা মারল ট্রাক! ভয়ঙ্কর কাণ্ড মুম্বইতে
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement